প্রত্যশা ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও রাশিয়াসহ স্বাধীন দেশগুলোর মধ্যে একটি “সফল সহযোগিতার মডেল” প্রমাণ করবে যে বিশ্বের একতরফা আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) তেহরানে রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই সিভিলেভ ও তার নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান বলেন, “আমরা একতরফা শক্তির ওপর নির্ভরশীল না হয়েও আমাদের দেশগুলোকে উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে নিতে পারবো।”
তিনি আরও জানান, পরিবহন, জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্র খাতে ইরান ও রাশিয়ার মধ্যে যে চুক্তি হয়েছে, তা বাস্তবায়নে দুই দেশের বিশেষজ্ঞ ও মন্ত্রীদের দ্বিগুণ প্রচেষ্টা চালানো উচিত।
পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, “ইরান ইসলামী প্রজাতন্ত্র দুই দেশের মধ্যে চুক্তিগুলো বাস্তবায়নে গুরুত্ব সহকারে কাজ করছে। তেহরান-মস্কোর সহযোগিতা ও পারস্পরিক চুক্তি বাস্তবায়নে কোনো বাধা নেই।”
তিনি আশা প্রকাশ করেন, ইরান ও রাশিয়ার কূটনৈতিক প্রতিনিধিদলগুলোর পারস্পরিক সফর দুই “বন্ধুত্বপূর্ণ ও মিত্র” দেশের সম্পর্ক আরও জোরদার করবে।
অন্যদিকে, সিভিলেভ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা ইরানি প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেন এবং ইরান-রাশিয়া যৌথ অর্থনৈতিক কমিশনের কাঠামোর মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, রাশিয়া কোনো দেরি ছাড়াই ইরানের সঙ্গে চুক্তিগুলো বাস্তবায়নে প্রস্তুত এবং জোর দিয়ে জানান যে কোনো ধরনের নিষেধাজ্ঞা বা বাইরের চাপ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় বাধা সৃষ্টি করতে পারবে না।
পশ্চিমা নিষেধাজ্ঞার কঠোর চাপ সত্ত্বেও ইরান ও রাশিয়া ঘনিষ্ঠ ও কৌশলগত মিত্র হিসেবে বিভিন্ন খাতে তাদের সম্পর্ক গভীর করেছে।
সূত্র: প্রেস টিভি
ওআ/আপ্র/১৮/০৯/২০২৫