ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধা

  • আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে এক বৃদ্ধা কোবরা সাপের কামড় খাওয়ার পর সাপটি নিয়েই হাসপাতালে উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় সুমিত্রা রানী (৬০) নামের ওই বৃদ্ধাকে তার নিজ বাড়িতে সাপে কাটে।

ভুক্তভোগী সুমিত্রা রানী ওই এলাকার উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। ঘটনার দিন বিকালে তিনি তার ছেলে সুরেশ চন্দ্র রায়ের সাথে সাপটিকে একটি বয়ামে ভরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় জানান, তার মা দুপুরে ঘরের কাজ করছিলেন। এ সময় একটি বয়াম পরিষ্কার করার সময় তাকে সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে তিনি ঘরে গিয়ে সাপটিকে দেখতে পান। সাপটি কোন প্রজাতির তা নিশ্চিত না হওয়ায়, সেটিকে একটি বয়ামে ভরে মাকে নিয়ে দ্রুত হাসপাতালে আসেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানান, ‘বিকাল সাড়ে চারটার দিকে একজন রোগী সাপের কামড় খেয়ে সাপটিসহ হাসপাতালে আসেন। তাকে একটি বিষধর কোবরা সাপ কামড় দিয়েছে। আমরা নিশ্চিত হওয়ার পর সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করি এবং এন্টিভেনাম প্রয়োগ করি।’

তিনি আরও বলেন, ‘রোগীকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা হাসপাতালে সবসময় এন্টিভেনাম রাখি যাতে সাপে কামড়ানো রোগী এলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।’

ওআ/আপ্র/১৬/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কামড় দেওয়া সাপ নিয়ে হাসপাতালে হাজির বৃদ্ধা

আপডেট সময় : ০৯:০৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের দেবীগঞ্জে এক বৃদ্ধা কোবরা সাপের কামড় খাওয়ার পর সাপটি নিয়েই হাসপাতালে উপস্থিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ই সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দেবীডুবা ইউনিয়নের সোনাপোতা এলাকায় সুমিত্রা রানী (৬০) নামের ওই বৃদ্ধাকে তার নিজ বাড়িতে সাপে কাটে।

ভুক্তভোগী সুমিত্রা রানী ওই এলাকার উপেন্দ্র নাথ রায়ের স্ত্রী। ঘটনার দিন বিকালে তিনি তার ছেলে সুরেশ চন্দ্র রায়ের সাথে সাপটিকে একটি বয়ামে ভরে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

সুমিত্রা রানীর ছেলে সুরেশ চন্দ্র রায় জানান, তার মা দুপুরে ঘরের কাজ করছিলেন। এ সময় একটি বয়াম পরিষ্কার করার সময় তাকে সাপে কামড় দেয়। মায়ের চিৎকার শুনে তিনি ঘরে গিয়ে সাপটিকে দেখতে পান। সাপটি কোন প্রজাতির তা নিশ্চিত না হওয়ায়, সেটিকে একটি বয়ামে ভরে মাকে নিয়ে দ্রুত হাসপাতালে আসেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন ধর জানান, ‘বিকাল সাড়ে চারটার দিকে একজন রোগী সাপের কামড় খেয়ে সাপটিসহ হাসপাতালে আসেন। তাকে একটি বিষধর কোবরা সাপ কামড় দিয়েছে। আমরা নিশ্চিত হওয়ার পর সঙ্গে সঙ্গেই চিকিৎসা শুরু করি এবং এন্টিভেনাম প্রয়োগ করি।’

তিনি আরও বলেন, ‘রোগীকে বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা হাসপাতালে সবসময় এন্টিভেনাম রাখি যাতে সাপে কামড়ানো রোগী এলে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া যায়।’

ওআ/আপ্র/১৬/০৯/২০২৫