নিজস্ব প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের ব্যাংকিং সেক্টরে লুকোচুরি, আর্থিক দুর্নীতি চলছে। প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমেই এসব দুর্নীতির পথ বন্ধ করা সম্ভব। আর সেদিকেই নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকার।
গতকাল বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিমন্ত্রী একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী। সঞ্চালক ছিলেন সাধারণ সম্পাদক মশিউর রহমান খান।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী পলক বলেন, দেশের ব্যাংকগুলোর মধ্যে প্রায় ৫০ শতাংশ সেবা বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিষ্ঠান বা জনশক্তি দিচ্ছে। বাকিগুলো দেশের বাইরে থেকে নিচ্ছে। দেশে সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ডিজিটাল সিকিউরিটির এজেন্সির মাধ্যমে পরিকল্পিতভাবে কাজ করছে সরকার। পলক বলেন, ‘দেশের বিভিন্ন সেবার সঙ্গে সংশ্লিষ্ট ২৭টি ক্রিটিকাল ইনফ্রাস্ট্রাকচার (জনগুরুত্বপূর্ণ অবকাঠামো) চিহ্নিত করা হয়েছে। এসবকে মাথায় রেখে ডিজিটাল সিকিউরিটি এজেন্সি কাজ করছে।’
প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবরকে উপলক্ষ করে দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচির পরিকল্পনা করা হচ্ছে। কোনো একটি দিবস, সপ্তাহ বা মাসকে কেন্দ্র করে সচেতনতামূলক কর্মসূচি নেয়া হলে সেটি বেশ কার্যকর হয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা সচেতনতামূলক কর্মসূচিতে গুরুত্ব দিচ্ছি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ডিআরইউর সদস্যদের জন্য তৈরি অ্যাপস উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী। এই অ্যাপস ব্যবহারের মাধ্যমে সংগঠনের সদস্যদের বার্ষিক ও কল্যাণ তহবিলের চাঁদা পরিশোধসহ ডিআরইউর বিভিন্ন সেবা গ্রহণের সুযোগ থাকবে।
ব্যাংকিং খাতে লুকোচুরি চলছে: পলক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ


























