বিনোদন ডেস্ক: বলিউডের অনেক অভিনেত্রী হেনস্তার শিকার হওয়ার ঘটনা জানিয়েছেন। এবার এ তালিকায় যুক্ত হলেই সোহা আলি খান। অভিনেত্রী একটি পডকাস্টে এসে তার ভয়াবহ অভিজ্ঞতার কথা বলেন। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, শোতে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, কখনও প্রকাশ্যে হেনস্তার শিকার হয়েছে কি না। জবাবে সোহা জানান, ইতালিতে তিনি দিনের আলোয় অপ্রত্যাশিতভাবে ‘ফ্ল্যাশড’ হন। শোহা এই ঘটনাকে খুবই বিভ্রান্তিকর মনে করেছেন।
অভিনেত্রী বলেন, ইতালিতে আমার সঙ্গে এমন হয়েছিল আর সেটা দিনেবেলাতে। আমাকে উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করা হচ্ছিল। এটা এখনও আমাকে ভাবায়। আমি জানিনা এমন করার পেছনে তাদের তাদের উদ্দেশ্য কি ছিল। তিনি আরও বলেন, আমি একটা নিরাপত্তাবলয়ের ভেতর বড় হয়েছি যা আমাকে অনেক অনিরাপদ পরিস্থিতি থেকে রক্ষা করেছে। তাই আমাকে খুব বেশি এমন অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় না। তবে জানি, যারা পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন তাদের জন্য প্রতিদিন নানা ধরনের ঘটনা ঘটে।
সোহা আলি খান উল্লেখ করেছেন, তিনি বলিউডে ‘কাস্টিং কাউচ’-এর ঝুঁকি এড়াতে পেরেছেন কারণ তার পরিবার বিনোদন জগতে পরিচিত। তিনি বলেন, সবাই জানে, আমার পরিবারে সাইফ এবং শর্মিলা আছে। তাই এই সুযোগটি আমার জন্য সহজ ছিল।
প্রসঙ্গত, সোহা আলি খান বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শর্মিলা ঠাকুরের মেয়ে এবং সাইফ আলি খানের ছোট বোন। অভিনেতা কুণাল কেমনুর সঙ্গে সোহার বিয়ে হয় ২০১৫ সালে।
ওআ/আপ্র/২০২৫