ঢাকা ১২:১২ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

চিকচিকে চিকেন তৈরির রেসিপি

  • আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

লাইফস্টাইল ডেস্ক: হানি গ্লেজড চিকেন (চিকচিকে চিকেন) একটি হালকা মিষ্টি ও সুস্বাদু ডিশ, যেখানে চিকেনের ওপর মধুর কোটিং দেওয়া হয় এবং বেক বা প্যান-ফ্রাই করে তৈরি করা হয়। এটি মূলত ওয়েস্টার্ন বা কন্টিনেন্টাল ডিশ, বিশেষ করে আমেরিকান ও ইউরোপিয়ান রান্নার স্টাইল থেকে এসেছে। মধু দিয়ে গ্লেজ করা বা সস তৈরি করে মাংসে ব্রাশ করা পশ্চিমা রান্নায় প্রচলিত টেকনিক। সাধারণত এটি গ্রিলড, বেকড বা প্যান-ফ্রাই করা চিকেন যা মধু, সয়া সস, লেবুর রস এবং হালকা মসলা দিয়ে তৈরি হয়। এই ধরনের রেসিপি বারবিকিউ বা রোস্ট মেনুতে বেশি দেখা যায়।

উপকরণ-

মুরগির লেগ বা ব্রেস্ট ৫০০ গ্রাম

লবণ পরিমাণ মতো

গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

সয়া সস ২ টেবিল চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

রসুন কুচি ১ চা চামচ

সাদা তেল ২ টেবিল চামচ

চিলি ফ্লেক্স আধা চা চামচ

গ্লেজের জন্য

মধু ৩ টেবিল চামচ

টমেটো সস ১ টেবিল চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

প্রণালী-

চিকেনের টুকরোগুলো লবণ, গোলমরিচ, লেবুর রস, রসুন কুচি এবং তেল দিয়ে মেরিনেট করুন। কমপক্ষে ৩০ মিনিট রেখে দিন। গ্লেজ তৈরির জন্য একটি বাটিতে মধু, সয়া সস, টমেটো সস, লেবুর রস ও চিলি ফ্লেক্স মিশিয়ে রাখুন।

ননস্টিক প্যানে হালকা তেল দিয়ে চিকেন সোনালি করে ভাজুন। বা ওভেন-বেক ২০০° তাপমাত্রায় ২৫–৩০ মিনিট বেক করুন। চিকেনের উপর গ্লেজ ব্রাশ করুন এবং ৫ মিনিট আবার বেক করুন বা প্যানে কোট হতে দিন। তিল ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

এসি/আপ্র/১৩/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

চিকচিকে চিকেন তৈরির রেসিপি

আপডেট সময় : ০২:২৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫

লাইফস্টাইল ডেস্ক: হানি গ্লেজড চিকেন (চিকচিকে চিকেন) একটি হালকা মিষ্টি ও সুস্বাদু ডিশ, যেখানে চিকেনের ওপর মধুর কোটিং দেওয়া হয় এবং বেক বা প্যান-ফ্রাই করে তৈরি করা হয়। এটি মূলত ওয়েস্টার্ন বা কন্টিনেন্টাল ডিশ, বিশেষ করে আমেরিকান ও ইউরোপিয়ান রান্নার স্টাইল থেকে এসেছে। মধু দিয়ে গ্লেজ করা বা সস তৈরি করে মাংসে ব্রাশ করা পশ্চিমা রান্নায় প্রচলিত টেকনিক। সাধারণত এটি গ্রিলড, বেকড বা প্যান-ফ্রাই করা চিকেন যা মধু, সয়া সস, লেবুর রস এবং হালকা মসলা দিয়ে তৈরি হয়। এই ধরনের রেসিপি বারবিকিউ বা রোস্ট মেনুতে বেশি দেখা যায়।

উপকরণ-

মুরগির লেগ বা ব্রেস্ট ৫০০ গ্রাম

লবণ পরিমাণ মতো

গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

সয়া সস ২ টেবিল চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

রসুন কুচি ১ চা চামচ

সাদা তেল ২ টেবিল চামচ

চিলি ফ্লেক্স আধা চা চামচ

গ্লেজের জন্য

মধু ৩ টেবিল চামচ

টমেটো সস ১ টেবিল চামচ

লেবুর রস ১ টেবিল চামচ

প্রণালী-

চিকেনের টুকরোগুলো লবণ, গোলমরিচ, লেবুর রস, রসুন কুচি এবং তেল দিয়ে মেরিনেট করুন। কমপক্ষে ৩০ মিনিট রেখে দিন। গ্লেজ তৈরির জন্য একটি বাটিতে মধু, সয়া সস, টমেটো সস, লেবুর রস ও চিলি ফ্লেক্স মিশিয়ে রাখুন।

ননস্টিক প্যানে হালকা তেল দিয়ে চিকেন সোনালি করে ভাজুন। বা ওভেন-বেক ২০০° তাপমাত্রায় ২৫–৩০ মিনিট বেক করুন। চিকেনের উপর গ্লেজ ব্রাশ করুন এবং ৫ মিনিট আবার বেক করুন বা প্যানে কোট হতে দিন। তিল ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

এসি/আপ্র/১৩/০৯/২০২৫