বিনোদন ডেস্ক: দক্ষিণ ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কয়েকমাস আগে পুরনো প্রেমিক বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্কের চ্ছেদ টেনেছেন। তবে আলাদা হয়ে গেলেও একসময়ের জনপ্রিয় এই জুটি কখনওই একে অপরকে কাঁদা ছোড়াছুড়ি করেননি। এমনকি তাদের বিচ্ছেদের কারণ কি ছিল সে সম্পর্কেও এখনও মুখ খোলেননি দুজনের কেউই।
প্রেমের সম্পর্কে আপাতত ইতি টানলেও অভিনয়ে কিন্তু দুর্দান্ত সময় পার করছেন এই অভিনেত্রী। এরই মাঝে নতুন করে এক ইঙ্গিত দিলেন তামান্না। সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়ে তামান্না জানান, জীবনসঙ্গী হিসেবে আরও ভালো হতে চান তিনি। এই কথার মাধ্যমে তামান্না ভাটিয়া তাহলে কি পরোক্ষভাবে তার ও বিজয়ের প্রেমভাঙায় ‘সিলমোহর’ দিলেন!
দুজনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি- বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার মধ্যে। অভিনেত্রী বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় নাকি এখনই বিয়ে করতে রাজি ছিলেন না। বিচ্ছেদের পর অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে।
কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্না ভাটিয়াকে। তবে ভালোবাসার ওপর আস্থা হারাননি অভিনেত্রী। সাক্ষাৎকারে তামান্না জানান, আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি।
অভিনেত্রী বলেন, ‘‘আমার সঙ্গে থাকা মানুষটার যেন মনে হয়, গত জীবনে অনেক পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি আরও ভালো হওয়ার চেষ্টা করছি।’’
ওআ/আপ্র/১২/১০/২০২৫