বিনোদন ডেস্ক: চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট প্রদান। শ্রেণি নির্বিশেষে সবাই এই নির্বাচন নিয়ে ভাবছেন। বিতর্কিত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ও আছেন এ তালিকায়।
নিজের ফেসবুকে আজ জয় লিখেছেন, ‘ডাকসু নির্বাচনের ফলাফলে ভবিষ্যতের অনেক ইঙ্গিত প্রকাশ পাবে। ডাকসু শুধু ডাকসু নয়। জাতীয় নির্বাচনের আগাম সংবাদ। ভোটগ্রহণ থেকে ফলাফল সবকিছুই হবে ভবিষ্যতের বড় অংক। শুভকামনা।’
জয় ছাড়াও তারকাদের অনেকে ডাকসু নিয়ে নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন। কণ্ঠশিল্পী বেলাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও কখনও ডাকসুতে ভোট দিতে পারেননি। এ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন গায়ক।
তিনি লিখেছেন, ‘চলছে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। ছাত্রাবস্থায় কখনও ডাকসু নির্বাচন পাইনি বলে একটা আক্ষেপ আছে। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা নিশ্চয় যোগ্য ছাত্রনেতাকেই নির্বাচিত করবে বলে আমি বিশ্বাস করি।’
দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে কোনো ধরনের সংঘাত বা অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
ওআ/আপ্র/০৯/০৯/২০২৫