ক্রীড়া ডেস্ক: সর্বোচ্চ মহাদেশীয় প্রতিযোগিতা এশিয়া কাপ খেলতে দেশ ছাড়ল বাংলাদেশ দল। প্রতিটি টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগেই আশার ফানুস উড়িয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা জানায় ক্রিকেটাররা। এবারও তার ব্যতিক্রম হয়নি। আসন্ন এশিয়া কাপেও যথারীতি চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার জাকের আলি অনিক।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা করেছে বাংলাদেশ দলের প্রথম বহর। দেশ ছাড়ার আগে বিমানবন্দরে জাকের বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই যাচ্ছি। প্রস্তুতিটা খুব ভালো হয়েছে। দলের সবাই ইতিবাচক মানসিকতা নিয়ে আছে, যা ফলাফলে প্রভাব ফেলবে।’
জাকেরের মতে ধারাবাহিক পারফরম্যান্সই সফলতার মূল চাবিকাঠি, ‘প্রত্যেকটা ম্যাচ স্টেপ বাই স্টেপ ভালো করার চেষ্টা থাকবে। এজন্য ভালো প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা মনেপ্রাণে বিশ্বাস করি যে, চ্যাম্পিয়ন হতে পারি। সেই মাইন্ডসেট নিয়েই যাচ্ছি।’
পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা করে এই হার্ডহিটার ব্যাটার বলেন, ‘জুলিয়ান আমাদের নিয়ে খুব ভালো কাজ করেছে। স্কিলগুলা খুব কাজে দেবে আশা করি। যে টেকনিকগুলা শিখিয়েছে কিংবা যে নতুন কিছু নিয়ে আসছে, যে ব্যাট ও এই সুইংগুলো অবশ্যই কাজে লাগবে। সবমিলিয়ে ভালো সময় পার করেছি আমরা।’
প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের অপর দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের ১৯টি ম্যাচের মধ্যে ১১টি হবে দুবাইয়ে, বাকি আটটি আবুধাবিতে। উদ্বোধনী ম্যাচটি আবুধাবিতে অনুষ্ঠিত হবে, ফাইনাল হবে দুবাইতে।
এসি/আপ্র/০৭/০৯/২০২৫

























