ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫

৩৩ বছরে আম্পায়ারিংয়ে সাবেক টাইগার পেসার

  • আপডেট সময় : ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
  • ১৩২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিন টেস্ট। নিয়েছিলেন তিনটি উইকেটও। রঙিন পোশাকেও টি-টোয়েন্টিতে একটি ম্যাচ খেলেছেন টাইগারদের হয়ে। বলছি সাবেক বনে যাওয়া টাইগার পেসার সাজেদুল ইসলামের কথা। ক্ষুদ্রতম ক্যারিয়ার শেষে এবার নিজের নাম লেখালেন আম্পায়ার হিসেবে।
টাইগারদের হয়ে খেলা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আম্পায়ারিং করবেন সাজেদুল। তার আগে আম্পায়ারিংকে পেশা হিসেবে নেন সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মনি। যদিও বাঁ হাতি পেসার সাজেদুল খুব সম্ভাবনা নিয়ে জাতীয় দলে ঢুকেছিলেন তবে ভালো করতে পারেননি। তাই পেশাদার ক্রিকেট ছেড়ে মাত্র ৩৩ বছর বয়সেই আম্পায়ারিং করার সিদ্ধান্ত নিলেন
আজ নতুন পেশায় অভিষেক হয়েছে তার। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২০-২১ মৌসুমের শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট অনূর্ধ্ব-১৮ দল ও বরিশাল অনূর্ধ্ব-১৮ দলের মধ্যকার ম্যাচ পরিচালনা করছেন সাজেদুল।
১৯৮৮ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন রংপুরের ক্রিকেটার সাজেদুল। বাংলাদেশ দলে ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে টেস্টে অভিষেক হয় তার। পরে ২০১৩ সালে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। সেবছরেই খেলেন একমাত্র টি-টোয়েন্টি। তবে পাননি কোনো উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে ৯৯ ম্যাচ খেলেছেন সাজেদুল, নিয়েছেন ২৪১ উইকেট। লিস্ট এ‘তে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে তার শিকার ৭ উইকেট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

৩৩ বছরে আম্পায়ারিংয়ে সাবেক টাইগার পেসার

আপডেট সময় : ০৯:৪৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের জার্সিতে খেলেছেন তিন টেস্ট। নিয়েছিলেন তিনটি উইকেটও। রঙিন পোশাকেও টি-টোয়েন্টিতে একটি ম্যাচ খেলেছেন টাইগারদের হয়ে। বলছি সাবেক বনে যাওয়া টাইগার পেসার সাজেদুল ইসলামের কথা। ক্ষুদ্রতম ক্যারিয়ার শেষে এবার নিজের নাম লেখালেন আম্পায়ার হিসেবে।
টাইগারদের হয়ে খেলা দ্বিতীয় খেলোয়াড় হিসেবে আম্পায়ারিং করবেন সাজেদুল। তার আগে আম্পায়ারিংকে পেশা হিসেবে নেন সাবেক বাঁহাতি স্পিনার এনামুল হক মনি। যদিও বাঁ হাতি পেসার সাজেদুল খুব সম্ভাবনা নিয়ে জাতীয় দলে ঢুকেছিলেন তবে ভালো করতে পারেননি। তাই পেশাদার ক্রিকেট ছেড়ে মাত্র ৩৩ বছর বয়সেই আম্পায়ারিং করার সিদ্ধান্ত নিলেন
আজ নতুন পেশায় অভিষেক হয়েছে তার। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২০-২১ মৌসুমের শেখ কামাল অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতায় সিলেট অনূর্ধ্ব-১৮ দল ও বরিশাল অনূর্ধ্ব-১৮ দলের মধ্যকার ম্যাচ পরিচালনা করছেন সাজেদুল।
১৯৮৮ সালের ১৮ জানুয়ারি জন্মগ্রহণ করেন রংপুরের ক্রিকেটার সাজেদুল। বাংলাদেশ দলে ২০০৮ সালে নিউজিল্যান্ড সফরে টেস্টে অভিষেক হয় তার। পরে ২০১৩ সালে খেলেন ক্যারিয়ারের শেষ টেস্ট। সেবছরেই খেলেন একমাত্র টি-টোয়েন্টি। তবে পাননি কোনো উইকেট।
প্রথম শ্রেণির ক্রিকেটে সবমিলিয়ে ৯৯ ম্যাচ খেলেছেন সাজেদুল, নিয়েছেন ২৪১ উইকেট। লিস্ট এ‘তে ৫৫ ম্যাচে নিয়েছেন ৬৭ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে তার শিকার ৭ উইকেট।