মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদরের মাকহাটিতে নেশাজাতীয় দ্রব্য পান করে কমপক্ষে তিন জন মৃত্যুবরণ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে তারা এ দ্রব্য পান করে শুক্রবার দিনের বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করেন। এ নেশাদ্রব্য পান করে আরো তিন জন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে নিশ্চিত হওয়া গেছে।
মৃতরা হলেন- টংগিবাড়ী উপজেলার কে শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামের শাহেদ আলী ব্যাপারীর ছেলে বাচ্চু ব্যাপারী, আবু মুন্সীর ছেলে ইব্রাহিম মুন্সী ও মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালি ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, ‘কমপক্ষে তিন জনের মৃত্যুর খবর আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। তারা হোমিও নামের কোনো নেশাজাতীয় দ্রব্য পান করেছিল বলে শুনেছি।’
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা জানতে পেরেছি সদর উপজেলার দুজন ও টংগিবাড়ী উপজেলার দুজন মারা গেছে। তবে তাদের নাম-পরিচয় জানতে পারিনি। এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আনিছুর রহমান স্থানীয় ব্যবসায়ী জনৈক হাবিবের বরাত দিয়ে জানান, চার জন নিহত হয়েছে। তবে তিনি তিন জনের পরিচয় দিতে পারলেও চতুর্থ ব্যক্তির পরিচয় দিতে পারেননি।
এসি/আপ্র/০৬/০৯/২০২৫