প্রত্যশা ডেস্ক: সাত বছর আগে নিখোঁজ হয়েছিলেন, তাকে একদিন হঠাৎ সোশ্যাল মিডিয়ার রিলে দেখা গেলো! ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের হরদোই জেলার। জিতেন্দ্র ওরফে বাবলু নামে ওই যুবক ২০১৭ সালে বিয়ের পর বছর খানেক যেতে না যেতেই উধাও হয়ে যান। তার খোঁজে পরিবার থানায় মিসিং ডায়েরি করে। শুধু তাই নয়, ছেলের শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগও তোলে বাবলুর পরিবার।
কিন্তু দীর্ঘ অনুসন্ধানেও হদিশ না মেলায় বিষয়টি ধোঁয়াশায় ছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যায়। প্রথম স্ত্রী শীলু ইনস্টাগ্রামে একটি রিল স্ক্রল করতে গিয়ে স্বামীকে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে দেখতে পান। সেখান থেকেই সব রহস্য ফাঁস হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বাবলু ইচ্ছে করেই পরিবার ছেড়ে পাঞ্জাবে গিয়ে আরেক নারীকে বিয়ে করেছিলেন। নতুন দাম্পত্য জীবনেই তিনি ব্যস্ত ছিলেন। কিন্তু সোশ্যাল মিডিয়ার জগৎ তার লুকানো পরিচয় আর গোপন বিয়ে লুকিয়ে রাখতে পারল না।
বর্তমানে তিনি সান্দিলা থানার হেফাজতে রয়েছেন। প্রথম স্ত্রী শীলু অভিযোগ করেছেন, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য চাপ ও নির্যাতন শুরু হয়েছিল। সেই মামলার তদন্ত চলাকালীনই বাবলু অদৃশ্য হয়ে যান।
একজন পুলিশকর্মীর ছেলে হয়েও আইন ভাঙার এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। স্থানীয়রা বলছেন, প্রযুক্তির যুগে আর কিছুই গোপন থাকে না—একটি ইনস্টাগ্রাম ভিডিও যেমন সাত বছরের রহস্য ফাঁস করে দিল।
ওআ/আপ্র/০২/০৯/২০২৫