ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

  • আপডেট সময় : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নওগাঁয় প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত (৬) ও নাঈম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফাপুর বিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাতের বাবার নাম আজিজুর রহমান নাঈমের বাবার নাম সিরাজুল ইসলাম। তারা একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈম নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় একটি শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সাদদাম হোসেন বলেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে একজন শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিলোনা।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, বাড়ির পাশে খেলতে যেয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসি/আপ্র/০১/০৯/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অর্থনৈতিক, রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পরিবারভিত্তিক ব্যবসা

পুকুরের পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

আপডেট সময় : ০৫:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫

নওগাঁয় প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আরাফাত (৬) ও নাঈম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সফাপুর বিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আরাফাতের বাবার নাম আজিজুর রহমান নাঈমের বাবার নাম সিরাজুল ইসলাম। তারা একই গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় নিহত দুই পরিবারের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শিশু বাড়ির পাশেই খেলাধুলা করছিল। খেলার একপর্যায়ে আরাফাত ও নাঈম নিখোঁজ হয়ে যায়। পরিবারের লোকজন খোঁজা শুরু করলে কিছু সময় পর পুকুরের পানিতে ভেসে উঠতে দেখা যায় একটি শিশুর দেহ। পরে গ্রামবাসী পুকুরে নেমে দুই শিশুর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা সাদদাম হোসেন বলেন, শিশু দুটি নিখোঁজ হওয়ার পর হঠাৎ গ্রামবাসীরা পানিতে কিছু একটা ভাসতে দেখে। এরপর পানিতে নেমে একজন শিশুকে উদ্ধার করা হয়। পরে আরেকজনকেও পানিতেই পাওয়া যায়। কিন্তু ততক্ষণে তারা আর বেঁচে ছিলোনা।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, বাড়ির পাশে খেলতে যেয়ে পুকুরের পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসি/আপ্র/০১/০৯/২০২৫