ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

বরখাস্ত হলেন মরিনিয়ো

  • আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: কোচ জোসে মরিনিয়োকে বরখাস্ত করেছে ক্লাব ফেনারবাচে। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার কাছে হেরে বিদায় নেওয়ার একদিন পরই পর্তুগিজ কোচকে বিদায় জানালো তুরস্কের জায়ান্ট ক্লাবটি।

শুক্রবার ( ২৯ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তুর্কি এই ক্লাব।

মূলত তুর্কি ক্লাব ফেনেরবাচের প্রত্যাশা ছিল মরিনিয়ো তার শিষ্যদের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুলতে পারবেন। সেখানে উঠতে ব্যর্থ হওয়ার পর তারা মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বুধবার (২৭ আগস্ট)  রাতে প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়ে ফেনেরবাচ। তাদের হারানো বেনফিকা উঠে যায় চ্যাম্পিয়ন্স লিগে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ইউরোপীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার লিগপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, এক বিবৃতিতে মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানিয়েছে ফেনারবাচ। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ক্লাবটি বলছে, ‘আমাদের পেশাদার দলের টেকনিক্যাল ডিরেক্টর হোসে মরিনিয়ো, যিনি ২০২৪-২৫ মৌসুম থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে আমাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। দায়িত্ব পালনকালে এই দলে তার অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে তার সফলতা কামনা করি।’

এর আগে মরিনিয়োর দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় ক্লাব সামলেছেন। ২০০০ ও ২০১০-এর দশকে একের পর এক শিরোপা জিতে ‘স্পেশাল ওয়ান’ খ্যাতি অর্জন করেন তিনি। তবে ফেনারবাচেতে এসে প্রত্যাশিত সাফল্য দিতে পারলেন না।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়সহ চার জেলায় হামলা-ভাঙচুর

বরখাস্ত হলেন মরিনিয়ো

আপডেট সময় : ০৩:২৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: কোচ জোসে মরিনিয়োকে বরখাস্ত করেছে ক্লাব ফেনারবাচে। চ্যাম্পিয়নস লিগের প্লে-অফে বেনফিকার কাছে হেরে বিদায় নেওয়ার একদিন পরই পর্তুগিজ কোচকে বিদায় জানালো তুরস্কের জায়ান্ট ক্লাবটি।

শুক্রবার ( ২৯ আগস্ট) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তুর্কি এই ক্লাব।

মূলত তুর্কি ক্লাব ফেনেরবাচের প্রত্যাশা ছিল মরিনিয়ো তার শিষ্যদের ২০২৫-২৬ চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে তুলতে পারবেন। সেখানে উঠতে ব্যর্থ হওয়ার পর তারা মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। বুধবার (২৭ আগস্ট)  রাতে প্লে-অফে বেনফিকার কাছে ১-০ গোলে হেরে বাদ পড়ে ফেনেরবাচ। তাদের হারানো বেনফিকা উঠে যায় চ্যাম্পিয়ন্স লিগে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে ইউরোপীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতার লিগপর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, এক বিবৃতিতে মরিনিয়োর সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ার কথা জানিয়েছে ফেনারবাচ। নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ক্লাবটি বলছে, ‘আমাদের পেশাদার দলের টেকনিক্যাল ডিরেক্টর হোসে মরিনিয়ো, যিনি ২০২৪-২৫ মৌসুম থেকে দায়িত্ব পালন করে আসছিলেন। তার সঙ্গে আমাদের সম্পর্কের সমাপ্তি ঘটেছে। দায়িত্ব পালনকালে এই দলে তার অবদানের জন্য আমরা ধন্যবাদ জানাই এবং ভবিষ্যৎ ক্যারিয়ারে তার সফলতা কামনা করি।’

এর আগে মরিনিয়োর দীর্ঘ কোচিং ক্যারিয়ারে তিনি চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো বড় ক্লাব সামলেছেন। ২০০০ ও ২০১০-এর দশকে একের পর এক শিরোপা জিতে ‘স্পেশাল ওয়ান’ খ্যাতি অর্জন করেন তিনি। তবে ফেনারবাচেতে এসে প্রত্যাশিত সাফল্য দিতে পারলেন না।

ওআ/আপ্র/২৯/০৮/২০২৫