ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

ওয়ার্নারকে আর একাদশে নেবে না হায়দরাবাদ

  • আপডেট সময় : ১০:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : টানা বাজে ফর্ম থেকে আর বেরোতে পারছেন না অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে চলতি আইপিএলে তার সুযোগও হচ্ছিল না। গতকাল রাজস্থানের বিপক্ষে তো একাদশ থেকেই বাদ পড়েছিলেন। তাই এবারের আইপিএল ডেভিড ওয়ার্নারের জন্য সম্ভবত শেষ হয়ে গেল। সানরাইজার্স হায়দরাবাদের কোচ ট্রেভর বেলিস সেরকমই ইঙ্গিত দিয়েছেন। তারা চাইছেন, নতুন ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে। ২০১৪ সাল থেকে শুরু করে প্রতি বছর আইপিএলে ৫০০-এর ওপর রান করেছেন ওয়ার্নার। দুই বার হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু এবার তিনি ফর্মের ধারেকাছে নেই। আট ম্যাচে তার রান ১৯৫। স্ট্রাইক রেট ১০৭.৭৩। সোমবার তাকে ছাড়াই নেমেছিল হায়দরাবাদ। এই মৌসুমে এই নিয়ে দুই বার বাদ পড়তে হল তাকে। মাত্র দুটি জয় পাওয়ায় হায়দরাবাদের আর প্লে অফে যাওয়ার সুযোগ নেই। তাই তারা তরুণদের বাজিয়ে দেখতে চায়।
গতকাল ম্যাচ শেষে হায়দরাবাদ কোচ ট্রেভর বেলিস বলেন, ‘আমাদের আর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা নেই। তাই আমরা ঠিক করেছি তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে সুযোগ দেব। শুধু যে ম্যাচে খেলবে তা নয়, ওরা যাতে মাঠে দলের সঙ্গে থাকে, সেই সুযোগও করে দেব। আমাদের দলে অনেক ক্রিকেটার আছে, যারা মাঠেই আসেনি। আমরা তাদের এখনই খেলাতে না পারলেও চাই, তারা অন্তত যেন মাঠে আসুক। গত ম্যাচে এটাই করেছিলাম। আগামী কয়েকটা ম্যাচেও হয়ত এরকমই করব।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নুরুল হকের ওপর নৃশংস হামলার বিচার বিভাগীয় তদন্ত হবে

ওয়ার্নারকে আর একাদশে নেবে না হায়দরাবাদ

আপডেট সময় : ১০:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : টানা বাজে ফর্ম থেকে আর বেরোতে পারছেন না অস্ট্রেলিয়ার মারকুটে ওপেনার ডেভিড ওয়ার্নার। যে কারণে চলতি আইপিএলে তার সুযোগও হচ্ছিল না। গতকাল রাজস্থানের বিপক্ষে তো একাদশ থেকেই বাদ পড়েছিলেন। তাই এবারের আইপিএল ডেভিড ওয়ার্নারের জন্য সম্ভবত শেষ হয়ে গেল। সানরাইজার্স হায়দরাবাদের কোচ ট্রেভর বেলিস সেরকমই ইঙ্গিত দিয়েছেন। তারা চাইছেন, নতুন ক্রিকেটারদের আরও বেশি সুযোগ দিতে। ২০১৪ সাল থেকে শুরু করে প্রতি বছর আইপিএলে ৫০০-এর ওপর রান করেছেন ওয়ার্নার। দুই বার হায়দরাবাদকে আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। কিন্তু এবার তিনি ফর্মের ধারেকাছে নেই। আট ম্যাচে তার রান ১৯৫। স্ট্রাইক রেট ১০৭.৭৩। সোমবার তাকে ছাড়াই নেমেছিল হায়দরাবাদ। এই মৌসুমে এই নিয়ে দুই বার বাদ পড়তে হল তাকে। মাত্র দুটি জয় পাওয়ায় হায়দরাবাদের আর প্লে অফে যাওয়ার সুযোগ নেই। তাই তারা তরুণদের বাজিয়ে দেখতে চায়।
গতকাল ম্যাচ শেষে হায়দরাবাদ কোচ ট্রেভর বেলিস বলেন, ‘আমাদের আর প্লে-অফে যাওয়ার সম্ভাবনা নেই। তাই আমরা ঠিক করেছি তরুণ ক্রিকেটারদের আরও বেশি করে সুযোগ দেব। শুধু যে ম্যাচে খেলবে তা নয়, ওরা যাতে মাঠে দলের সঙ্গে থাকে, সেই সুযোগও করে দেব। আমাদের দলে অনেক ক্রিকেটার আছে, যারা মাঠেই আসেনি। আমরা তাদের এখনই খেলাতে না পারলেও চাই, তারা অন্তত যেন মাঠে আসুক। গত ম্যাচে এটাই করেছিলাম। আগামী কয়েকটা ম্যাচেও হয়ত এরকমই করব।’