ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রেম নিয়ে দ্বন্দ্ব, কিশোরীকে শ্বাসরোধে মারলেন বাবা-মা ও ভগ্নিপতি

  • আপডেট সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৪১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফ‌লে প্রেমের সম্পর্কের জেরে কিশোরী উর্মী ইসলামকে (১৪) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে আদালতে তোলা হলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত কিশোরীর মা আমেনা বেগম, বাবা নজরুল বয়া‌তি এবং ভগ্নিপতি কামাল হো‌সেন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবকের সঙ্গে উর্মীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত ২০ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে পরিবারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা-মা ও ভগ্নিপতি মিলে কিশোরীকে শ্বাসরোধে হত্যা করেন। পরবর্তীতে তারা মরদেহ গুম করার চেষ্টা চালান।

২৩ আগস্ট সকালে কনকদিয়া ইউনিয়নের নানা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুম্ভখালী খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে গুম ও খুনের অভিযোগে থানায় মামলা দায়ের হলে তদন্তে একে একে বেরিয়ে আসে ঘটনার চাঞ্চল্যকর তথ্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে বুধবার আদালতে সোপর্দ করা হয়।

বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, প্রথম থেকেই নিহতের পরিবারের সদস্যদের আমরা সন্দেহ করছিলাম। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।

এসি/আপ্র/২৮/০৮/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

প্রেম নিয়ে দ্বন্দ্ব, কিশোরীকে শ্বাসরোধে মারলেন বাবা-মা ও ভগ্নিপতি

আপডেট সময় : ১২:১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫

পটুয়াখালী সংবাদদাতা: পটুয়াখালীর বাউফ‌লে প্রেমের সম্পর্কের জেরে কিশোরী উর্মী ইসলামকে (১৪) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার বাবা-মা ও ভগ্নিপতিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ আগস্ট) বিকেলে আদালতে তোলা হলে তারা ম্যাজিস্ট্রেটের কাছে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

গ্রেফতারকৃতরা হলেন- নিহত কিশোরীর মা আমেনা বেগম, বাবা নজরুল বয়া‌তি এবং ভগ্নিপতি কামাল হো‌সেন (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় এক যুবকের সঙ্গে উর্মীর প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত ২০ আগস্ট দিবাগত রাত দেড়টার দিকে পরিবারের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বাবা-মা ও ভগ্নিপতি মিলে কিশোরীকে শ্বাসরোধে হত্যা করেন। পরবর্তীতে তারা মরদেহ গুম করার চেষ্টা চালান।

২৩ আগস্ট সকালে কনকদিয়া ইউনিয়নের নানা বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে কুম্ভখালী খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে গুম ও খুনের অভিযোগে থানায় মামলা দায়ের হলে তদন্তে একে একে বেরিয়ে আসে ঘটনার চাঞ্চল্যকর তথ্য।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে অভিযুক্ত তিনজনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার কথা স্বীকার করেন। পরে বুধবার আদালতে সোপর্দ করা হয়।

বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ মুহাম্মদ শাকুর বলেন, প্রথম থেকেই নিহতের পরিবারের সদস্যদের আমরা সন্দেহ করছিলাম। পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে ঘটনার মূল রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে।

এসি/আপ্র/২৮/০৮/২০২৫