ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫

মাছ ধরার ট্রলারে মিললো সাড়ে চার লাখ পিস ইয়াবা, আটক ৯ জন

  • আপডেট সময় : ১২:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের বাকঁখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে সদরের নাজিরারটেক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও লোকজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক জানান, মাদকের বড় চালান আসার গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে আটক করা হয়। ওই ট্রলারের তেলের ড্রামের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় চার লাখ ষাট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদক পাচারে জড়িত মাদক কারবারি সন্দেহে ৯ জনকে আটক করে ট্রলারটিকে ফিশারিঘাট এলাকায় নিয়ে আসা হয়।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, আটক মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, জব্দ করা ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালী এবং তিনি পলাতক। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে মাদকদ্রব্য পাচার করে আসছিল। আটক করা মাদক পাচারকারী এবং চক্রের মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাছ ধরার ট্রলারে মিললো সাড়ে চার লাখ পিস ইয়াবা, আটক ৯ জন

আপডেট সময় : ১২:৫১:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

কক্সবাজার সংবাদদাতা: কক্সবাজারের বাকঁখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে সদরের নাজিরারটেক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও লোকজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক।

র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক জানান, মাদকের বড় চালান আসার গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে আটক করা হয়। ওই ট্রলারের তেলের ড্রামের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় চার লাখ ষাট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদক পাচারে জড়িত মাদক কারবারি সন্দেহে ৯ জনকে আটক করে ট্রলারটিকে ফিশারিঘাট এলাকায় নিয়ে আসা হয়।

র‍্যাব কর্মকর্তা আরো জানান, আটক মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, জব্দ করা ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালী এবং তিনি পলাতক। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে মাদকদ্রব্য পাচার করে আসছিল। আটক করা মাদক পাচারকারী এবং চক্রের মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এসি/