ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
  • ৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চট্টগ্রাম সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল রাতভর ভোগান্তির পর মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিমরাইল থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দিলেও দুপুরের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ জানায়, রাতে মহাসড়কের কয়েকটি স্থানে দুর্ঘটনা ও যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুরের পর মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এতে গন্তব্যমুখী মানুষ স্বস্তিতে ফিরেছে। তবে যাত্রীরা বলছেন, মহাসড়কে এ ধরনের পরিস্থিতি ঘন ঘন তৈরি হওয়ায় ভ্রমণ পরিকল্পনা নষ্ট হয় এবং সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, রাত থেকে সকাল পর্যন্ত যানজট ছিল। দুর্ঘটনা এবং ট্রাক বিকল হয়ে পড়ায় চাপ বেড়ে যায়। তবে এখন মহাসড়কের সবগুলো লেন সচল রয়েছে। যাত্রীদের যেন আর ভোগান্তি না হয়, সে জন্য আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

আপডেট সময় : ০৩:৫৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

চট্টগ্রাম সংবাদদাতা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। গতকাল রাতভর ভোগান্তির পর মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে শিমরাইল থেকে দাউদকান্দি পর্যন্ত দীর্ঘ যানজট দেখা দিলেও দুপুরের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে।

পুলিশ জানায়, রাতে মহাসড়কের কয়েকটি স্থানে দুর্ঘটনা ও যানবাহনের চাপ বাড়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও হাইওয়ে পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

দুপুরের পর মহাসড়কে যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়ে যায়। এতে গন্তব্যমুখী মানুষ স্বস্তিতে ফিরেছে। তবে যাত্রীরা বলছেন, মহাসড়কে এ ধরনের পরিস্থিতি ঘন ঘন তৈরি হওয়ায় ভ্রমণ পরিকল্পনা নষ্ট হয় এবং সময়মতো কর্মস্থলে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, রাত থেকে সকাল পর্যন্ত যানজট ছিল। দুর্ঘটনা এবং ট্রাক বিকল হয়ে পড়ায় চাপ বেড়ে যায়। তবে এখন মহাসড়কের সবগুলো লেন সচল রয়েছে। যাত্রীদের যেন আর ভোগান্তি না হয়, সে জন্য আমরা সার্বক্ষণিক নজরদারি করছি।

এসি/