ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের পর বেড়েছে খোলা ভোজ্যতেলের দাম

  • আপডেট সময় : ১২:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঈদের পরে গত এক সপ্তাহে পাইকারি বাজারে খোলা ভোজ্যতেলের দাম বেড়েছে। এর মধ্যে সয়াবিনের দাম প্রতি মণে (৪০ দশমিক ৯০ লিটার) ৪০০ টাকা বেড়েছে। এ ছাড়া পাম ও সুপার পাম তেলের দাম ১০০ টাকা বেড়েছে। এ অবস্থায় রাজধানীর মৌলভীবাজারে পাইকারিতে প্রতিমণ সয়াবিনের দাম উঠেছে ৪ হাজার ৮০০ টাকা। যা ঈদের আগে বিক্রি হতো ৪ হাজার ৪০০ টাকায়। এ ছাড়া পাম ও সুপার পাম তেলের দাম প্রতিমণে ১০০ টাকা বেড়ে হয়েছে যথাক্রমে ৪ হাজার ৩০০ টাকা ও সুপার ৪ হাজার ৪৯০ টাকা। সে হিসেবে প্রতি লিটার খোলা সয়াবিনের পাইকারি দাম হয়েছে ১১৭ টাকা। ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার কারণে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। ঈদের ছুটি শেষ হতেই তেলের দাম হুহু করে বাড়ছে। বাজারে থাকা বিভিন্ন কোম্পানির যেমন- টিকে, এস আলম, সিটি, মেঘনা ও বসুন্ধরা গ্রুপের সবধরনের বাল্ক তেলের দাম বেড়েছে। এ বিষয়ে বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, ঈদের পরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম টনপ্রতি ৫০ ডলার বেড়েছে। এ কারণে দাম বাড়ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে ভোজ্যতেলের বাজার। এদিকে গত এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে কিছুটা নিম্নমুখী হলেও চলতি মাসে আবারও বাড়তে শুরু করেছে পাম অয়েলসহ সব ভোজ্যতেলের দাম। এ সময় বোতলজাত তেলের দাম বেড়েছে দফায় দফায়। এদিকে বর্তমানে মালয়েশিয়াতে প্রতিটন পাম অয়েলের বুকিং দর ৪৪০০ রিঙ্গিত (১ রিঙ্গিত = ২২ টাকা)। যা গত মাসের মাঝামাঝি সময়ে ৩৭০০-৩৮০০ রিঙ্গিত এবং মাসের শেষ দিকে ৪১০০ রিঙ্গিতে বুকিং হয়েছে। সেই হিসেবে, গেল দুই-তিন সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতিটন পাম অয়েলের দাম প্রায় ৩০০ রিঙ্গিত পর্যন্ত বেড়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঈদের পর বেড়েছে খোলা ভোজ্যতেলের দাম

আপডেট সময় : ১২:৪১:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১

নিজস্ব প্রতিবেদক : ঈদের পরে গত এক সপ্তাহে পাইকারি বাজারে খোলা ভোজ্যতেলের দাম বেড়েছে। এর মধ্যে সয়াবিনের দাম প্রতি মণে (৪০ দশমিক ৯০ লিটার) ৪০০ টাকা বেড়েছে। এ ছাড়া পাম ও সুপার পাম তেলের দাম ১০০ টাকা বেড়েছে। এ অবস্থায় রাজধানীর মৌলভীবাজারে পাইকারিতে প্রতিমণ সয়াবিনের দাম উঠেছে ৪ হাজার ৮০০ টাকা। যা ঈদের আগে বিক্রি হতো ৪ হাজার ৪০০ টাকায়। এ ছাড়া পাম ও সুপার পাম তেলের দাম প্রতিমণে ১০০ টাকা বেড়ে হয়েছে যথাক্রমে ৪ হাজার ৩০০ টাকা ও সুপার ৪ হাজার ৪৯০ টাকা। সে হিসেবে প্রতি লিটার খোলা সয়াবিনের পাইকারি দাম হয়েছে ১১৭ টাকা। ভোজ্যতেল ব্যবসায়ীরা জানিয়েছেন, করোনার কারণে তেলের বাজারে অস্থিরতা শুরু হয়েছে। ঈদের ছুটি শেষ হতেই তেলের দাম হুহু করে বাড়ছে। বাজারে থাকা বিভিন্ন কোম্পানির যেমন- টিকে, এস আলম, সিটি, মেঘনা ও বসুন্ধরা গ্রুপের সবধরনের বাল্ক তেলের দাম বেড়েছে। এ বিষয়ে বাংলাদেশ পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা বলেন, ঈদের পরে আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম টনপ্রতি ৫০ ডলার বেড়েছে। এ কারণে দাম বাড়ছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারের প্রভাবে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী রয়েছে ভোজ্যতেলের বাজার। এদিকে গত এপ্রিল মাসে আন্তর্জাতিক বাজারে কিছুটা নিম্নমুখী হলেও চলতি মাসে আবারও বাড়তে শুরু করেছে পাম অয়েলসহ সব ভোজ্যতেলের দাম। এ সময় বোতলজাত তেলের দাম বেড়েছে দফায় দফায়। এদিকে বর্তমানে মালয়েশিয়াতে প্রতিটন পাম অয়েলের বুকিং দর ৪৪০০ রিঙ্গিত (১ রিঙ্গিত = ২২ টাকা)। যা গত মাসের মাঝামাঝি সময়ে ৩৭০০-৩৮০০ রিঙ্গিত এবং মাসের শেষ দিকে ৪১০০ রিঙ্গিতে বুকিং হয়েছে। সেই হিসেবে, গেল দুই-তিন সপ্তাহে আন্তর্জাতিক বাজারে প্রতিটন পাম অয়েলের দাম প্রায় ৩০০ রিঙ্গিত পর্যন্ত বেড়েছে। ২০১৯ সালের সেপ্টেম্বরের পর থেকে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে শুরু করে।