ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

ইলিশের দাম এবার কমলোই না

  • আপডেট সময় : ০৯:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

ভরা মৌসুমে ইলিশ মাছ বাজারে এলেও সাধারণ মানুষের নাগালের বাইরে অনেকটাই। বড় ইলিশের পরিমাণ খুব কম। বেশিরভাগই ছোট জাটকা ও মাঝারি ইলিশ -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ভরা মৌসুমে ইলিশ মাছ বাজারে এলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার মতো। এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। সরবরাহ থাকলেও চড়া দামের কারণে ইলিশ দেখেই তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। এদিকে বিক্রেতা বলছেন- দাম আরো বাড়তে পারে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শুধু খুচরা ও পাইকারি বাজারই নয়, সুপারশপগুলোতেও ইলিশের দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে।

বিক্রেতারা জানান, মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। গত সপ্তাহে প্রচুর সরবরাহ থাকায় কিছুটা দাম কম ছিল। চলতি সপ্তাহে সরবরাহ কম, তাই দাম বেড়েছে। দিন যত যাবে দাম আরো বাড়বে।
কারওয়ান বাজারে পাইকারি প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ টাকায়। খুচরা বাজারে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকা।

মোহাম্মদপুর টাউনহল মার্কেটে ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়, ১ কেজি ২০০ গ্রামের ইলিশ ২ হাজার ৮০০ টাকায়, আর বড় মাছ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। ছোট আকারের ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। ৫০০ গ্রামের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। বিক্রেতারা জানান, চাহিদা বেশি ও সরবরাহ কমে যাওয়ায় দাম আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে ১ হাজার ২০০ টাকার নিচে বাজারে কোনো ইলিশ নেই।

ব্যবসায়ীরা জানান, পদ্মার ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। তবে চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামের ইলিশও বাজারে রয়েছে। আগে এসব ইলিশের দামে পার্থক্য বেশি থাকলেও এখন ব্যবধান কমে মাত্র ১০০-২০০ টাকায় দাঁড়িয়েছে।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটের একজন ক্রেতা আসাদুজ্জামান বলেন, ৮০০ গ্রামের দুইটি ইলিশ কিনেছি ১ হাজার ৯০০ টাকা কেজিতে। বড় ইলিশে হাত দেওয়া যাবে না। কিনতে গেলে পুরো পকেট খালি হয়ে যাবে। ২ হাজার ৫০০ টাকার নিচে বড় ইলিশ পাওয়া যাবে না।

মাছ ব্যবসায়ী মোসাদ্দেক বলেন, সবাই পদ্মার ইলিশ চায়। আবার কেউ চাঁদপুর ও বরিশালে ইলিশও চায়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন এলাকার মাছ আমাদের রাখতে হয়। তবে এবার পদ্মার ইলিশের চাহিদা খুব বেশি। আজ ২০০০ টাকার নিচে ইলিশ পাওয়া কষ্টকর। ৫০০ গ্রামের ইলিশও আজ ১৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা সোহেল মিয়া বলেন, প্রতি কেজিতে ১০০-২০০ টাকা করে দাম বেড়েছে। সরবরাহ কিছুটা কম, তাই দামও বেশি। আগে চাঁদপুর ও চট্টগ্রামের ইলিশের দামে ফারাক ছিল। এখন মাত্র ১০০-২০০ টাকা ব্যবধান।

সুপারশপ ও অনলাইন প্ল্যাটফর্মে দাম: সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫০ টাকায়, ৪০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৬৯৯টাকা, ৫০০-৫৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৯৯৫ টাকা, ৭০০-৭৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৫ শত পঞ্চাশ টাকা, ১ কেজি ২০০ গ্রামের ইলিশ ২ হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চালঢাল ডটকমে ৪০০ গ্রামের ইলিশ ৫৮৯ টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬৯৯ টাকা, ১.১ কেজির ইলিশ ৩ হাজার ১৯ টাকা। ৫০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৭৯৯টাকা, ৬০০গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৯১৯টাকা, ৮০০গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১৭৪৯ টাকা, ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ৪৫৯ টাকা।

ইউনিমার্টে ৫০০ গ্রামের ইলিশ ৯৯৯ টাকা, ১ কেজির ইলিশ ১ হাজার ৬৯৫ টাকা, ১.৫ কেজির ইলিশ ২ হাজার ৫৯৫ টাকা, আর ২ কেজির ইলিশ ৩ হাজার ৬৯৫ টাকা।

মিনাবাজারে ৫০০ গ্রামের ইলিশ ৯০০ টাকা, ১ কেজি ২০০ গ্রামের ইলিশ ২ হাজার ৮৬০ টাকা। ৭০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৫০০টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের তুলনায় মিনা বাজারে ইলিশের দাম বেড়েছে।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইলিশের দাম এবার কমলোই না

আপডেট সময় : ০৯:৩৬:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ভরা মৌসুমে ইলিশ মাছ বাজারে এলেও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাওয়ার মতো। এক কেজি ওজনের ইলিশ ২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। সরবরাহ থাকলেও চড়া দামের কারণে ইলিশ দেখেই তুষ্ট থাকতে হচ্ছে ক্রেতাদের। এদিকে বিক্রেতা বলছেন- দাম আরো বাড়তে পারে।

শনিবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। শুধু খুচরা ও পাইকারি বাজারই নয়, সুপারশপগুলোতেও ইলিশের দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে।

বিক্রেতারা জানান, মৌসুমের শুরুতে সরবরাহ কম থাকায় দাম বেশি ছিল। গত সপ্তাহে প্রচুর সরবরাহ থাকায় কিছুটা দাম কম ছিল। চলতি সপ্তাহে সরবরাহ কম, তাই দাম বেড়েছে। দিন যত যাবে দাম আরো বাড়বে।
কারওয়ান বাজারে পাইকারি প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ থেকে ২ হাজার ১০০ টাকায়। খুচরা বাজারে তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকা।

মোহাম্মদপুর টাউনহল মার্কেটে ১ কেজি ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪০০ টাকায়, ১ কেজি ২০০ গ্রামের ইলিশ ২ হাজার ৮০০ টাকায়, আর বড় মাছ বিক্রি হচ্ছে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ টাকায়। ছোট আকারের ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়। ৫০০ গ্রামের ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। বিক্রেতারা জানান, চাহিদা বেশি ও সরবরাহ কমে যাওয়ায় দাম আবার বাড়তে শুরু করেছে। বর্তমানে ১ হাজার ২০০ টাকার নিচে বাজারে কোনো ইলিশ নেই।

ব্যবসায়ীরা জানান, পদ্মার ইলিশের চাহিদা সবচেয়ে বেশি। তবে চাঁদপুর, বরিশাল ও চট্টগ্রামের ইলিশও বাজারে রয়েছে। আগে এসব ইলিশের দামে পার্থক্য বেশি থাকলেও এখন ব্যবধান কমে মাত্র ১০০-২০০ টাকায় দাঁড়িয়েছে।

মোহাম্মদপুর টাউন হল মার্কেটের একজন ক্রেতা আসাদুজ্জামান বলেন, ৮০০ গ্রামের দুইটি ইলিশ কিনেছি ১ হাজার ৯০০ টাকা কেজিতে। বড় ইলিশে হাত দেওয়া যাবে না। কিনতে গেলে পুরো পকেট খালি হয়ে যাবে। ২ হাজার ৫০০ টাকার নিচে বড় ইলিশ পাওয়া যাবে না।

মাছ ব্যবসায়ী মোসাদ্দেক বলেন, সবাই পদ্মার ইলিশ চায়। আবার কেউ চাঁদপুর ও বরিশালে ইলিশও চায়। ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন এলাকার মাছ আমাদের রাখতে হয়। তবে এবার পদ্মার ইলিশের চাহিদা খুব বেশি। আজ ২০০০ টাকার নিচে ইলিশ পাওয়া কষ্টকর। ৫০০ গ্রামের ইলিশও আজ ১৬০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা সোহেল মিয়া বলেন, প্রতি কেজিতে ১০০-২০০ টাকা করে দাম বেড়েছে। সরবরাহ কিছুটা কম, তাই দামও বেশি। আগে চাঁদপুর ও চট্টগ্রামের ইলিশের দামে ফারাক ছিল। এখন মাত্র ১০০-২০০ টাকা ব্যবধান।

সুপারশপ ও অনলাইন প্ল্যাটফর্মে দাম: সুপারশপ স্বপ্নে ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৪৫০ টাকায়, ৪০০ গ্রামের প্রতিটি ইলিশের দাম ৬৯৯টাকা, ৫০০-৫৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৯৯৫ টাকা, ৭০০-৭৯৯ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৫ শত পঞ্চাশ টাকা, ১ কেজি ২০০ গ্রামের ইলিশ ২ হাজার ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

চালঢাল ডটকমে ৪০০ গ্রামের ইলিশ ৫৮৯ টাকা, ১ কেজির ইলিশ ২ হাজার ৬৯৯ টাকা, ১.১ কেজির ইলিশ ৩ হাজার ১৯ টাকা। ৫০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৭৯৯টাকা, ৬০০গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ৯১৯টাকা, ৮০০গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১৭৪৯ টাকা, ৯০০ গ্রাম ওজনের প্রতিটি ইলিশের দাম ২ হাজার ৪৫৯ টাকা।

ইউনিমার্টে ৫০০ গ্রামের ইলিশ ৯৯৯ টাকা, ১ কেজির ইলিশ ১ হাজার ৬৯৫ টাকা, ১.৫ কেজির ইলিশ ২ হাজার ৫৯৫ টাকা, আর ২ কেজির ইলিশ ৩ হাজার ৬৯৫ টাকা।

মিনাবাজারে ৫০০ গ্রামের ইলিশ ৯০০ টাকা, ১ কেজি ২০০ গ্রামের ইলিশ ২ হাজার ৮৬০ টাকা। ৭০০ গ্রামের ওজনের প্রতিটি ইলিশের দাম ১ হাজার ৫০০টাকায় বিক্রি হচ্ছে। গত এক সপ্তাহের তুলনায় মিনা বাজারে ইলিশের দাম বেড়েছে।