ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

কুকুর-চিতার মধ্যে তীব্র লড়াইয়ে জিতে গেল কুকুর

  • আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: পৃথিবীর অন্যতম ক্ষিপ্র প্রাণী হলো চিতা। এটির শক্তি, দৌড়ানোর সক্ষমতা অন্য প্রাণীর চেয়ে বেশি। তবে তা সত্ত্বেও একটি কুকুরের সঙ্গে লড়াইয়ে হেরে গেছে চিতা। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

ওই লড়াইয়ে চিতাকে হারিয়ে জিতেছে পথকুকুরটি। এ ছাড়া কুকুরটি চিতা বাঘটিকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনেহেঁচড়ে নিয়ে গেছে। কুকুর ও চিতার লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রের নাসিকে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় একটি চিতা বিচরণ করছিল। এটি কুকুরের ওপর আক্রমণের চেষ্টা করে। তখন কুকুরটি পাল্টা আক্রমণ করে। কুকুরটি চিতাটিকে কাছ থেকে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে। একটা সময় চিতা নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় এবং এটি পালিয়ে যায়। চিতার সঙ্গে কুকুরটিকে তীব্র লড়াই করতে হয়। চিতার আঘাতে এটি মারাও যেতে পারত। তবে কুকুরটি বেঁচে যায়। এ ছাড়া চিতার আক্রমণে কোনো মানুষ হতাহত হননি।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চিতাটি কুকুরের আক্রমণে আহত হয়ে পাশের মাঠে পালিয়ে যায়। তবে প্রাণীটির কোনো চিকিৎসা প্রয়োজন কি না সেটি জানাননি তারা। যেহেতু ওই এলাকায় চিতা দেখা গেছে, তাই সাধারণ মানুষ ও তাদের গৃহপালিত পশুকে সাবধানে রাখার অনুরোধ জানিয়েছেন তারা। সূত্র: এনডিটিভি

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুকুর-চিতার মধ্যে তীব্র লড়াইয়ে জিতে গেল কুকুর

আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পৃথিবীর অন্যতম ক্ষিপ্র প্রাণী হলো চিতা। এটির শক্তি, দৌড়ানোর সক্ষমতা অন্য প্রাণীর চেয়ে বেশি। তবে তা সত্ত্বেও একটি কুকুরের সঙ্গে লড়াইয়ে হেরে গেছে চিতা। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

ওই লড়াইয়ে চিতাকে হারিয়ে জিতেছে পথকুকুরটি। এ ছাড়া কুকুরটি চিতা বাঘটিকে প্রায় ৩০০ মিটার পর্যন্ত টেনেহেঁচড়ে নিয়ে গেছে। কুকুর ও চিতার লড়াইয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি শুক্রবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে জানিয়েছে, মহারাষ্ট্রের নাসিকে গত সপ্তাহে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই এলাকায় একটি চিতা বিচরণ করছিল। এটি কুকুরের ওপর আক্রমণের চেষ্টা করে। তখন কুকুরটি পাল্টা আক্রমণ করে। কুকুরটি চিতাটিকে কাছ থেকে কামড়ে ধরে টেনে নিয়ে যেতে থাকে। একটা সময় চিতা নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয় এবং এটি পালিয়ে যায়। চিতার সঙ্গে কুকুরটিকে তীব্র লড়াই করতে হয়। চিতার আঘাতে এটি মারাও যেতে পারত। তবে কুকুরটি বেঁচে যায়। এ ছাড়া চিতার আক্রমণে কোনো মানুষ হতাহত হননি।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, চিতাটি কুকুরের আক্রমণে আহত হয়ে পাশের মাঠে পালিয়ে যায়। তবে প্রাণীটির কোনো চিকিৎসা প্রয়োজন কি না সেটি জানাননি তারা। যেহেতু ওই এলাকায় চিতা দেখা গেছে, তাই সাধারণ মানুষ ও তাদের গৃহপালিত পশুকে সাবধানে রাখার অনুরোধ জানিয়েছেন তারা। সূত্র: এনডিটিভি