ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

অস্ট্রেলিয়াকে ধসিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

  • আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ হারের প্রতিশোধ ওয়ানডেতে নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল সফরকারীরা।

ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাথু ব্রিটজকের  ও ট্রিস্টান স্টাবসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯.১ ওভারে ২৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি এনগিদির ওয়ানডেতে দ্বিতীয় ক্যারিয়ারসেরা বোলিং স্পেলে জয় সহজ হয়ে যায় তাদের। ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় অজিরা। ৪২ রানে ৫ উইকেট নেন এনগিদি।

৩৮ রানেই হারায় তারা টপ অর্ডার। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ৩৫ ও জশ ইংলিস খেলেছেন ৭৪ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস। তবে দলের জয়ের জন্য কার্যকর ইনিংস খেলতে পারেননি বাকি ব্যাটাররা।

তার আগে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে আবারও ধস। তারপরও ব্রিটজকের ছন্দ, আর ট্রিস্টান স্টাবসের (৭৪) কার্যকর ফিফটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৭৮ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা।

ছন্দ ধরে রেখে ছুটে চলেছেন ব্রিটজকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৮ বলে ৮৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন। ওয়ানডেতে চার ম্যাচে ব্রিটজকের রান ৩৭৮। ছাড়িয়ে গেছেন টম কুপারের ৩৭৪ রান। নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার এ জন্য খেলেছেন পাঁচ ওয়ানডে। তাঁকে ছাড়িয়ে যেতে এক ম্যাচ কম লেগেছে ব্রিটজকের।

ব্রিটজকে এই বছর লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে করেন ১৫০ রান। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান। নিজেকে নিংড়ে দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ওয়ানডেতে করেন ৫৭ এবং আজ দ্বিতীয় ম্যাচে করেন ৮৮ রান। ব্রিটজকে এখন ইতিহাসের পথে। প্রথম পাঁচ ওয়ানডেতে চারটি ফিফটি বা তার বেশি স্কোর করার কীর্তি শুধু ভারতের নভজোত সিং সিধু ও টম কুপারের। পঞ্চম ম্যাচে যদি ব্রিটজকে আবার ফিফটি করেন, তবে তিনি হবেন প্রথম খেলোয়াড় প্রথম পাঁচ ওয়ানডেতে পাঁচটি ফিফটি করা ক্রিকেটার। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অস্ট্রেলিয়াকে ধসিয়ে সিরিজ দক্ষিণ আফ্রিকার

আপডেট সময় : ০৮:১৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ক্রীড়া ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজ হারের প্রতিশোধ ওয়ানডেতে নিয়ে নিল দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রানে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতল সফরকারীরা।

ম্যাকের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় ম্যাথু ব্রিটজকের  ও ট্রিস্টান স্টাবসের দুর্দান্ত ব্যাটিংয়ে ৪৯.১ ওভারে ২৭৭ রান তোলে দক্ষিণ আফ্রিকা। লুঙ্গি এনগিদির ওয়ানডেতে দ্বিতীয় ক্যারিয়ারসেরা বোলিং স্পেলে জয় সহজ হয়ে যায় তাদের। ২৭৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৩৭.৪ ওভারে ১৯৩ রানে গুটিয়ে যায় অজিরা। ৪২ রানে ৫ উইকেট নেন এনগিদি।

৩৮ রানেই হারায় তারা টপ অর্ডার। মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ৩৫ ও জশ ইংলিস খেলেছেন ৭৪ বলে ৮৭ রানের দারুণ এক ইনিংস। তবে দলের জয়ের জন্য কার্যকর ইনিংস খেলতে পারেননি বাকি ব্যাটাররা।

তার আগে শুরুটা ভালো না হলেও মিডল অর্ডারের দৃঢ়তায় ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। শেষ দিকে আবারও ধস। তারপরও ব্রিটজকের ছন্দ, আর ট্রিস্টান স্টাবসের (৭৪) কার্যকর ফিফটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ২৭৮ রানের লক্ষ্য দেয় দক্ষিণ আফ্রিকা।

ছন্দ ধরে রেখে ছুটে চলেছেন ব্রিটজকে। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়েছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ৭৮ বলে ৮৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন। ওয়ানডেতে চার ম্যাচে ব্রিটজকের রান ৩৭৮। ছাড়িয়ে গেছেন টম কুপারের ৩৭৪ রান। নেদারল্যান্ডসের সাবেক ক্রিকেটার এ জন্য খেলেছেন পাঁচ ওয়ানডে। তাঁকে ছাড়িয়ে যেতে এক ম্যাচ কম লেগেছে ব্রিটজকের।

ব্রিটজকে এই বছর লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে করেন ১৫০ রান। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে করেন ৮৩ রান। নিজেকে নিংড়ে দিয়ে অস্ট্রেলিয়া সিরিজে প্রথম ওয়ানডেতে করেন ৫৭ এবং আজ দ্বিতীয় ম্যাচে করেন ৮৮ রান। ব্রিটজকে এখন ইতিহাসের পথে। প্রথম পাঁচ ওয়ানডেতে চারটি ফিফটি বা তার বেশি স্কোর করার কীর্তি শুধু ভারতের নভজোত সিং সিধু ও টম কুপারের। পঞ্চম ম্যাচে যদি ব্রিটজকে আবার ফিফটি করেন, তবে তিনি হবেন প্রথম খেলোয়াড় প্রথম পাঁচ ওয়ানডেতে পাঁচটি ফিফটি করা ক্রিকেটার। ২০১৮ সালের পর অস্ট্রেলিয়ার মাঠে ওয়ানডে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা।