ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

রোনালদোর তারুণ্যের রহস্য জানালেন এক সার্জন

  • আপডেট সময় : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: গত ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখনও মাঠে নামলে তার গতি ও প্রাণশক্তি দেখে মনে হয় যেন তিনি ২৫ বা ২৬ বছর বয়সী এক তরুণ ফুটবলার। অনেক সময় এমনকি ২০-২২ বছরের তরুণদেরও তার গতির কাছে হার মানতে দেখা যায়। তাই স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য মার্কা লিখেছিল, রোনালদোর বয়স যেন একটি সূক্ষ্ম ওয়াইন, যা সময়ের সাথে আরও পরিপক্ব হয়। তার কিশোর বয়সের ছবি এবং বর্তমান চেহারার তুলনা করলে এই ধারণা আরও স্পষ্ট হয়।

রোনালদো যখন তার শরীরী ছবি শেয়ার করেন, তখন তার বয়সের চিহ্ন একেবারেই উধাও হয়ে যায়। এমনকি ৪০ বছর বয়সে তাকে দেখে কেউ ভাবতেও পারে, তিনি এখনও ২০-এর কোঠায় আছেন। তবে এই তারুণ্য কীভাবে সম্ভব? রোনালদোর জীবনজুড়ে তার খেলা, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার জীবনধারা এবং ফিটনেসের জন্য এই বিষয়গুলোই অন্যতম কারণ।

তবে, কিছু বিশেষজ্ঞের মতে, রোনালদো তার চেহারার এই তারুণ্য ধরে রাখার জন্য কিছু গোপনীয় উপায়ও ব্যবহার করেছেন। নিউ ইয়র্কের প্লাস্টিক সার্জন ডঃ এলি লেভিন, যিনি কখনো রোনালদোর সাথে কাজ করেননি। তবে তিনি বিশ্বাস করেন যে, রোনালদো হয়তো কিছু অস্ত্রোপচার করিয়েছেন যা তার চেহারা এবং তারুণ্যকে আরও দীর্ঘস্থায়ী করেছে।

ডেইলি মেইলের সাংবাদিক ইসাবেল বাল্ডউইনকে দেয়া এক সাক্ষাৎকারে লেভিন জানান, রোনালদো তার শরীরের বর্তমান চেহারা অর্জনের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন। বিশেষ করে, তিনি বিশ্বাস করেন রোনালদো সম্ভবত রাইনোপ্লাস্টি (নাকের আকৃতি পরিবর্তনের অস্ত্রোপচার) করিয়েছেন। নাকের হাড় পরিবর্তন করে নতুন আকৃতির সৃষ্টি করা হয়েছে, যা তার মুখাবয়বকে আরও উজ্জ্বল করে তুলেছে।

তাছাড়া, রোনালদো তার পেশাদার জীবনের শুরুর দিকে অর্থোডন্টিক্স বা দাঁতের চিকিৎসা করিয়েছিলেন, যা তার হাসির সৌন্দর্য বৃদ্ধি করেছে। দাঁত সোজা এবং সাদা করার জন্য ভেনিয়ারের ব্যবহারও তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, যা রোনালদো লুকিয়ে রাখেননি।

এছাড়া, লেভিন বিশ্বাস করেন, রোনালদো তার উপরের মাড়ি কমানোর জন্যও অস্ত্রোপচার করিয়েছেন, যাতে তার মুখের আকৃতি আরও তরুণ এবং প্রাণবন্ত দেখায়। এর মাধ্যমে তিনি কেবলমাত্র তার কঠোর পরিশ্রম ও নিয়ন্ত্রিত জীবনযাপন নয় বরং অস্ত্রোপচারের মাধ্যমে নিজের সৌন্দর্যও বৃদ্ধির চেষ্টা করেছেন।

 

 

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর তারুণ্যের রহস্য জানালেন এক সার্জন

আপডেট সময় : ০৭:৫৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

ক্রীড়া ডেস্ক: গত ফেব্রুয়ারিতে ৪০ বছর পূর্ণ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে এখনও মাঠে নামলে তার গতি ও প্রাণশক্তি দেখে মনে হয় যেন তিনি ২৫ বা ২৬ বছর বয়সী এক তরুণ ফুটবলার। অনেক সময় এমনকি ২০-২২ বছরের তরুণদেরও তার গতির কাছে হার মানতে দেখা যায়। তাই স্প্যানিশ সংবাদমাধ্যম দ্য মার্কা লিখেছিল, রোনালদোর বয়স যেন একটি সূক্ষ্ম ওয়াইন, যা সময়ের সাথে আরও পরিপক্ব হয়। তার কিশোর বয়সের ছবি এবং বর্তমান চেহারার তুলনা করলে এই ধারণা আরও স্পষ্ট হয়।

রোনালদো যখন তার শরীরী ছবি শেয়ার করেন, তখন তার বয়সের চিহ্ন একেবারেই উধাও হয়ে যায়। এমনকি ৪০ বছর বয়সে তাকে দেখে কেউ ভাবতেও পারে, তিনি এখনও ২০-এর কোঠায় আছেন। তবে এই তারুণ্য কীভাবে সম্ভব? রোনালদোর জীবনজুড়ে তার খেলা, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার জীবনধারা এবং ফিটনেসের জন্য এই বিষয়গুলোই অন্যতম কারণ।

তবে, কিছু বিশেষজ্ঞের মতে, রোনালদো তার চেহারার এই তারুণ্য ধরে রাখার জন্য কিছু গোপনীয় উপায়ও ব্যবহার করেছেন। নিউ ইয়র্কের প্লাস্টিক সার্জন ডঃ এলি লেভিন, যিনি কখনো রোনালদোর সাথে কাজ করেননি। তবে তিনি বিশ্বাস করেন যে, রোনালদো হয়তো কিছু অস্ত্রোপচার করিয়েছেন যা তার চেহারা এবং তারুণ্যকে আরও দীর্ঘস্থায়ী করেছে।

ডেইলি মেইলের সাংবাদিক ইসাবেল বাল্ডউইনকে দেয়া এক সাক্ষাৎকারে লেভিন জানান, রোনালদো তার শরীরের বর্তমান চেহারা অর্জনের জন্য প্রচুর অর্থ ব্যয় করেছেন। বিশেষ করে, তিনি বিশ্বাস করেন রোনালদো সম্ভবত রাইনোপ্লাস্টি (নাকের আকৃতি পরিবর্তনের অস্ত্রোপচার) করিয়েছেন। নাকের হাড় পরিবর্তন করে নতুন আকৃতির সৃষ্টি করা হয়েছে, যা তার মুখাবয়বকে আরও উজ্জ্বল করে তুলেছে।

তাছাড়া, রোনালদো তার পেশাদার জীবনের শুরুর দিকে অর্থোডন্টিক্স বা দাঁতের চিকিৎসা করিয়েছিলেন, যা তার হাসির সৌন্দর্য বৃদ্ধি করেছে। দাঁত সোজা এবং সাদা করার জন্য ভেনিয়ারের ব্যবহারও তার সৌন্দর্য বৃদ্ধি করেছে, যা রোনালদো লুকিয়ে রাখেননি।

এছাড়া, লেভিন বিশ্বাস করেন, রোনালদো তার উপরের মাড়ি কমানোর জন্যও অস্ত্রোপচার করিয়েছেন, যাতে তার মুখের আকৃতি আরও তরুণ এবং প্রাণবন্ত দেখায়। এর মাধ্যমে তিনি কেবলমাত্র তার কঠোর পরিশ্রম ও নিয়ন্ত্রিত জীবনযাপন নয় বরং অস্ত্রোপচারের মাধ্যমে নিজের সৌন্দর্যও বৃদ্ধির চেষ্টা করেছেন।