ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫

ভালোবেসে ‘ছ্যাকা’ খেয়েছেন তৌসিফ

  • আপডেট সময় : ০৭:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নির্মাতা তৌসিফ মাহবুব। নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। তার সাফল্যের গল্প যেমন উজ্জ্বল, তেমনই ব্যক্তিজীবনে রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে খোলামেলা কিছু কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন এক অভিনেত্রীকে ভালোবেসে ব্যর্থ হওয়ার অজানা গল্পও।

তৌসিফ জানান, তার অর্জন যতই বাড়ছে, ধীরে ধীরে বুঝে উঠছেন কে সত্যিকারের আপন আর কে শুধু মুখোশধারী। বিশেষ করে একটি কাঙ্ক্ষিত পুরস্কার জয়ের পর স্পষ্টভাবে অনুভব করেছেন, চারপাশে অনেক মুখ বন্ধুর হলেও তাদের মন অন্যরকম।

মাঝে মাঝে কিছু ঘটনা চোখ খুলে দেয়। যখন কেউ সত্যিকারের বন্ধু হয়, তারা আমার সাফল্যে নিজেদের আনন্দ খুঁজে পায়। আবার কেউ কেউ ঈর্ষান্বিত হয়। যদিও আমি নিজেকে এত বড় কিছু ভাবি না, তবুও এসব আমাকে আরও ভালো কাজ করার শক্তি দেয়- যোগ করেন তৌসিফ।

এই সাক্ষাৎকারে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধু ও অভিনেতা সিয়াম আহমেদের প্রতি।

সিয়ামের নিষ্ঠা, একাগ্রতা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। সে যে জায়গায় আছে, তা শুধু পরিশ্রম আর সততার কারণেই সম্ভব হয়েছে। আমি ওকে নিয়ে গর্ব করি- দাবি তৌসিফের।

তৌসিফ এই পর্বে নিজের ব্যক্তিগত জীবনের এক বিশেষ অধ্যায়ও তুলে ধরেন। বলেন, একসময় একজন অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন, যা পরিণতি পায়নি। ‘ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলাম’- রসিকতার সুরে বলেন তিনি।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভালোবেসে ‘ছ্যাকা’ খেয়েছেন তৌসিফ

আপডেট সময় : ০৭:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

বিনোদন ডেস্ক: ছোট পর্দার বর্তমান সময়ের দর্শকপ্রিয় অভিনেতা নির্মাতা তৌসিফ মাহবুব। নতুন নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় যাচ্ছে তার। তার সাফল্যের গল্প যেমন উজ্জ্বল, তেমনই ব্যক্তিজীবনে রয়েছে কিছু তিক্ত অভিজ্ঞতা।

সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে খোলামেলা কিছু কথা বলেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন এক অভিনেত্রীকে ভালোবেসে ব্যর্থ হওয়ার অজানা গল্পও।

তৌসিফ জানান, তার অর্জন যতই বাড়ছে, ধীরে ধীরে বুঝে উঠছেন কে সত্যিকারের আপন আর কে শুধু মুখোশধারী। বিশেষ করে একটি কাঙ্ক্ষিত পুরস্কার জয়ের পর স্পষ্টভাবে অনুভব করেছেন, চারপাশে অনেক মুখ বন্ধুর হলেও তাদের মন অন্যরকম।

মাঝে মাঝে কিছু ঘটনা চোখ খুলে দেয়। যখন কেউ সত্যিকারের বন্ধু হয়, তারা আমার সাফল্যে নিজেদের আনন্দ খুঁজে পায়। আবার কেউ কেউ ঈর্ষান্বিত হয়। যদিও আমি নিজেকে এত বড় কিছু ভাবি না, তবুও এসব আমাকে আরও ভালো কাজ করার শক্তি দেয়- যোগ করেন তৌসিফ।

এই সাক্ষাৎকারে তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন বন্ধু ও অভিনেতা সিয়াম আহমেদের প্রতি।

সিয়ামের নিষ্ঠা, একাগ্রতা আমাকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। সে যে জায়গায় আছে, তা শুধু পরিশ্রম আর সততার কারণেই সম্ভব হয়েছে। আমি ওকে নিয়ে গর্ব করি- দাবি তৌসিফের।

তৌসিফ এই পর্বে নিজের ব্যক্তিগত জীবনের এক বিশেষ অধ্যায়ও তুলে ধরেন। বলেন, একসময় একজন অভিনেত্রীর সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন, যা পরিণতি পায়নি। ‘ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে গিয়েছিলাম’- রসিকতার সুরে বলেন তিনি।