আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের যুদ্ধে এখন যে যে জায়গায় সংঘাত চলছে সেই ফ্রন্ট লাইন বা সংঘর্ষরেখাই শান্তি আলোচনার ভিত্তি হওয়া উচিত।
রোববার (১৭ আগস্ট) ব্রাসেলসে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
“আমাদের দরকার সত্যিকারের আলোচনা, যার অর্থ হচ্ছে আমরা এখনকার সংঘর্ষরেখা ধরেই শুরু করতে পারি,” ইউরোপীয় নেতারাও এই প্রস্তাবের পক্ষে আছেন জানিয়ে বলেন জেলেনস্কি।
ইউরোপীয় নেতাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকের আগে ইউক্রেইনের প্রেসিডেন্ট এ কথা বলেন। সোমবার তার হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বসার কথা রয়েছে। ট্রাম্প এর আগে শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন।
জেলেনস্কি রোববার ফের জোরের সঙ্গে বলেছেন, চুড়ান্ত চুক্তির আলোচনা শুরুর জন্য যুদ্ধবিরতি প্রয়োজন।
“আমাদের পাশে ওয়াশিংটনের থাকা জরুরি,” বলেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট। সোমবার ওভাল অফিসে জেলেনস্কি-ট্রাম্প বৈঠকে বেশ কয়েকজন ইউরোপীয় নেতারও থাকার কথা রয়েছে।
জেলেনস্কি বলেন, শুক্রবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে পুতিন কী কী প্রস্তাব দিয়েছেন তার সব ইউক্রেইন এখনো জানে না, এগুলো খতিয়ে দেখতে দীর্ঘ সময় লাগবে, আর তা ‘বন্দুকের নল ঠেকিয়ে রাখা অবস্থায়’ সম্ভব নয়।
এসি