ঢাকা ১০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫

স্পট ফিক্সিংয়ের শাস্তি কমলো আরামবাগ ক্লাব ও খেলোয়াড়দের

  • আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : স্পট ফিক্সিংয়ের অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘ ও দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি, তা কমিয়েছে আপিল কমিটি। তবে কর্মকর্তাদের দেওয়া শাস্তি বহাল রাখা হয়েছে। স্পট ফিক্সিংয়ের অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘকে ৫ লাখ টাকা জরিমানা এবং দুই বছর প্রথম বিভাগে খেলা বাধ্যতামূলক করে সিদ্ধান্ত দিয়েছিল ডিসিপ্লিনারি কমিটি। উল্লিখিত সময়ের মধ্যে পয়েন্ট তালিকা অনুযায়ী তারা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উন্নীত হলেও সেটা কার্যকর হবে না, এমন শাস্তি ছিল। তবে ক্লাবটির আবেদনের প্রেক্ষিতে জরিমানা ৫ লাখ টাকা বহাল রেখে ওপরের বিভাগে প্রমোশনের সুযোগ বহাল করা হয়েছে। অন্যদিকে ক্লাবটির কয়েকজন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এখন সব ফুটবলারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে যে সব খেলোয়াড় আপিলের জন্য নির্ধারিত ১০ হাজার টাকা ফি জমা দেয়নি, তারা দুই সপ্তাহের মধ্যে তা পরিশোধ করে আপিল কমিটির সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সেটা না হলে তাদের জন্য ডিসিপ্লিনারি কমিটির দেওয়া শাস্তিই বহাল থাকবে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্পট ফিক্সিংয়ের শাস্তি কমলো আরামবাগ ক্লাব ও খেলোয়াড়দের

আপডেট সময় : ১২:৩২:০৬ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১

ক্রীড়া ডেস্ক : স্পট ফিক্সিংয়ের অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘ ও দলের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি, তা কমিয়েছে আপিল কমিটি। তবে কর্মকর্তাদের দেওয়া শাস্তি বহাল রাখা হয়েছে। স্পট ফিক্সিংয়ের অভিযোগে আরামবাগ ক্রীড়া সংঘকে ৫ লাখ টাকা জরিমানা এবং দুই বছর প্রথম বিভাগে খেলা বাধ্যতামূলক করে সিদ্ধান্ত দিয়েছিল ডিসিপ্লিনারি কমিটি। উল্লিখিত সময়ের মধ্যে পয়েন্ট তালিকা অনুযায়ী তারা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে উন্নীত হলেও সেটা কার্যকর হবে না, এমন শাস্তি ছিল। তবে ক্লাবটির আবেদনের প্রেক্ষিতে জরিমানা ৫ লাখ টাকা বহাল রেখে ওপরের বিভাগে প্রমোশনের সুযোগ বহাল করা হয়েছে। অন্যদিকে ক্লাবটির কয়েকজন ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করেছিল বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। এখন সব ফুটবলারকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তবে যে সব খেলোয়াড় আপিলের জন্য নির্ধারিত ১০ হাজার টাকা ফি জমা দেয়নি, তারা দুই সপ্তাহের মধ্যে তা পরিশোধ করে আপিল কমিটির সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। সেটা না হলে তাদের জন্য ডিসিপ্লিনারি কমিটির দেওয়া শাস্তিই বহাল থাকবে।