ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১৬ অগাস্ট ২০২৫

উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের

  • আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের দুটি সিরিজ জায়গা পেয়েছে। উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় ১৫ নম্বরে রয়েছে ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আর ২০২১ সালে বাংলাদেশের মাটিতে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি তালিকার সপ্তম স্থান অধিকার করেছে।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের লড়াইয়ের পরেও হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের দুর্দান্ত নৈপুণ্যে জয় হয়েছিল টাইগারদেরই। সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান থেকে ১৬৪ রান তুলতেই গুঁটিয়ে গিয়েছিল ইংলিশরা।

ইংলিশ ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছিলেন বাংলাদেশের দুই স্পিনার মিরাজ (৬ উইকেট) ও সাকিব (৪ উইকেট)। এদিকে ২০২১ সালে ক্যারিবিয়ানদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের ২১০ রানের হার না মানা ইনিংসে ৩ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় টেস্টেও দারুণ লড়াই করে দুই দল, তবুও শেষ হাসি হাসে ক্যারিবিয়ানরা। আর তাতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় দলটি।

ওআ/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যারা নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়: সালাহউদ্দিন আহমেদ

উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজের দুটি বাংলাদেশের

আপডেট সময় : ০৭:৪০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

ক্রীড়া ডেস্ক: ক্রিকেটের মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাংলাদেশের দুটি সিরিজ জায়গা পেয়েছে। উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় ১৫ নম্বরে রয়েছে ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। আর ২০২১ সালে বাংলাদেশের মাটিতে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি তালিকার সপ্তম স্থান অধিকার করেছে।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে অভিষেক হয় মেহেদী হাসান মিরাজের। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের লড়াইয়ের পরেও হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের দুর্দান্ত নৈপুণ্যে জয় হয়েছিল টাইগারদেরই। সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান থেকে ১৬৪ রান তুলতেই গুঁটিয়ে গিয়েছিল ইংলিশরা।

ইংলিশ ব্যাটিং লাইনআপের কোমর ভেঙে দিয়েছিলেন বাংলাদেশের দুই স্পিনার মিরাজ (৬ উইকেট) ও সাকিব (৪ উইকেট)। এদিকে ২০২১ সালে ক্যারিবিয়ানদের কাছে ২-০ ব্যবধানে সিরিজ হারে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের ২১০ রানের হার না মানা ইনিংসে ৩ উইকেটে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় টেস্টেও দারুণ লড়াই করে দুই দল, তবুও শেষ হাসি হাসে ক্যারিবিয়ানরা। আর তাতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় দলটি।

ওআ/