ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

মিথিলার হাত ধরেই বিজ্ঞাপনে নাম লেখালেন মেয়ে আইরা

  • আপডেট সময় : ০৩:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন প্রতিবেদক: বাবা-মায়ের পথ ধরে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান পা রাখলেন শোবিজে। শুরুটা হলো বিজ্ঞাপন দিয়ে। আর প্রথম কাজেই তার সঙ্গে আছেন মা মিথিলা। গত শনিবার প্রকাশিত হয়েছে তাদের অভিনীত প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্র, যা নির্মাণ করেছেন পিপলু আর খান। পর্দায়ও তারা হাজির হয়েছেন মা-মেয়ের চরিত্রে।

নতুন কাজ নিয়ে মিথিলা জানান, ‘নির্মাতা দল তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল একজন মা ও এক টিনএজ মেয়েকে কেন্দ্র করে বিজ্ঞাপন তৈরি করতে চান তারা। আমরা মা-মেয়ে যেমন বন্ধু, তাদের কনসেপ্টও তেমনই ছিল, তাই কাজটি করতে রাজি হই।’

আইরার প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর আইরা রাজি হয়। যদিও এটি বিজ্ঞাপনচিত্র, তবুও এখানে অভিনয়ের জায়গা ছিল। সেই অর্থে আইরার এটি প্রথম অভিনয়। অডিশনে ভালো করেছিল। তবে শুরুর দিকে একটু নার্ভাস ছিল।’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মিথিলা আরো বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু আইরার জন্য ছিল চ্যালেঞ্জিং। কারণ সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই। তবুও টিমের সবাই অনেক সাপোর্ট দিয়েছে, আর আইরাও ভালোভাবেই শেষ করতে পেরেছে।’

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিথিলার হাত ধরেই বিজ্ঞাপনে নাম লেখালেন মেয়ে আইরা

আপডেট সময় : ০৩:০৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫

বিনোদন প্রতিবেদক: বাবা-মায়ের পথ ধরে তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরীম খান পা রাখলেন শোবিজে। শুরুটা হলো বিজ্ঞাপন দিয়ে। আর প্রথম কাজেই তার সঙ্গে আছেন মা মিথিলা। গত শনিবার প্রকাশিত হয়েছে তাদের অভিনীত প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনচিত্র, যা নির্মাণ করেছেন পিপলু আর খান। পর্দায়ও তারা হাজির হয়েছেন মা-মেয়ের চরিত্রে।

নতুন কাজ নিয়ে মিথিলা জানান, ‘নির্মাতা দল তাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল একজন মা ও এক টিনএজ মেয়েকে কেন্দ্র করে বিজ্ঞাপন তৈরি করতে চান তারা। আমরা মা-মেয়ে যেমন বন্ধু, তাদের কনসেপ্টও তেমনই ছিল, তাই কাজটি করতে রাজি হই।’

আইরার প্রথম অভিনয় অভিজ্ঞতা নিয়ে মিথিলা বলেন, ‘গল্পটা শোনার পর আইরা রাজি হয়। যদিও এটি বিজ্ঞাপনচিত্র, তবুও এখানে অভিনয়ের জায়গা ছিল। সেই অর্থে আইরার এটি প্রথম অভিনয়। অডিশনে ভালো করেছিল। তবে শুরুর দিকে একটু নার্ভাস ছিল।’

শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে মিথিলা আরো বলেন, ‘মেয়ের সঙ্গে প্রথম কাজ করলেও আমার জন্য বিষয়টা সহজ ছিল। কিন্তু আইরার জন্য ছিল চ্যালেঞ্জিং। কারণ সারাদিন শুটিং করার অভিজ্ঞতা তার নেই। তবুও টিমের সবাই অনেক সাপোর্ট দিয়েছে, আর আইরাও ভালোভাবেই শেষ করতে পেরেছে।’

এসি/