ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫

ওয়ানডে র‌্যাংকিংয়ে আবার ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

  • আপডেট সময় : ০৫:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: পতন যেন ঘিরে ধরেছে বাংলাদেশকে। গত কয়েক বছর তুলনামূলক ভালো ফরম্যাট ওয়ানডেতেও ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে আইসিসির টিম র‌্যাংকিংয়ে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ পতন হয়েছে বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজরা চলে গেছে ১০ নম্বরে। আর ৯ নম্বরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানরা বৃষ্টি আইনে জিতেছে ৫ উইকেটে। তাতে দলটির রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮। টাইগারদের রেটিং ৭৭ পয়েন্ট। ফলে বাংলাদেশকে পেছনে ফেলেছে তারা।

গত জুলাইয়েই শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। পেছনে ফেলেছিল ক্যারিবিয়ানদের। এবার শাই হোপের দল নিজেদের আগের অবস্থান দখলে নিয়েছে।

দ্বিতীয় ম্যাচের পরাজয়ে অবনতি হয়েছে পাকিস্তানেরও। তারা পাঁচে নেমে গেছে। বিপরীতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে শ্রীলঙ্কা উঠেছে চার নম্বরে।

অবস্থা এখন এমন যে ওয়েস্ট ইন্ডিজ যদি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচেও হারে, তার পরেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের ওপরই অবস্থান করবে।

ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে শীর্ষ তিনটি আসন যথারীতি দখলে রেখেছে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-মালয়েশিয়া অংশীদারিত্ব আরো গভীর করার অঙ্গীকার

ওয়ানডে র‌্যাংকিংয়ে আবার ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

আপডেট সময় : ০৫:৫১:১২ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

স্পোর্টস ডেস্ক: পতন যেন ঘিরে ধরেছে বাংলাদেশকে। গত কয়েক বছর তুলনামূলক ভালো ফরম্যাট ওয়ানডেতেও ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে আইসিসির টিম র‌্যাংকিংয়ে।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে একধাপ পতন হয়েছে বাংলাদেশের। মেহেদী হাসান মিরাজরা চলে গেছে ১০ নম্বরে। আর ৯ নম্বরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ।

দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ানরা বৃষ্টি আইনে জিতেছে ৫ উইকেটে। তাতে দলটির রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮। টাইগারদের রেটিং ৭৭ পয়েন্ট। ফলে বাংলাদেশকে পেছনে ফেলেছে তারা।

গত জুলাইয়েই শ্রীলঙ্কাকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ৯ নম্বরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। পেছনে ফেলেছিল ক্যারিবিয়ানদের। এবার শাই হোপের দল নিজেদের আগের অবস্থান দখলে নিয়েছে।

দ্বিতীয় ম্যাচের পরাজয়ে অবনতি হয়েছে পাকিস্তানেরও। তারা পাঁচে নেমে গেছে। বিপরীতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের সর্বশেষ আপডেটে শ্রীলঙ্কা উঠেছে চার নম্বরে।

অবস্থা এখন এমন যে ওয়েস্ট ইন্ডিজ যদি সিরিজের ভাগ্য নির্ধারণী শেষ ম্যাচেও হারে, তার পরেও ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা বাংলাদেশের ওপরই অবস্থান করবে।

ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া যথাক্রমে শীর্ষ তিনটি আসন যথারীতি দখলে রেখেছে।

এসি/