ঢাকা ০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার নয়জন

  • আপডেট সময় : ০৫:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নিউ মার্কেটের তিনটি দোকান থেকে ‘সামুরাই’ চাপাতিসহ প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব।

রিমান্ড প্রাপ্তরা হলেন- শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর ও সাজিদ হাসান।

এদিন আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই পাভেল আহমেদ। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, “নিউ মার্কেট এলাকায় খোলামেলা জায়গায় এসব অস্ত্র বিক্রি করে। আবার ভাড়াও দেয়। এর আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

“এসব অস্ত্র সুলভ মূল্যে বিক্রি করে, ভাড়া দিয়ে থাকে। এসব অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”

আসামিদের পক্ষে আবুল কালাম আজাদ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি বলেন, “নিউ মার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে, আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে।

“থানা থেকে অস্ত্র লুট হলো তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিনের প্রার্থনা করছি।”

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে শনিবার নিউ মার্কেটে ক্রোকারিজের তিনটি দোকান থেকে প্রায় ১১০০টি ধারাল অস্ত্রসহ ৯ মালিক-কর্মচারীকে আটক করে সেনাবাহিনী। পরে নিউ মার্কেট থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১১০০ ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার নয়জন

আপডেট সময় : ০৫:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: ঢাকার নিউ মার্কেটের তিনটি দোকান থেকে ‘সামুরাই’ চাপাতিসহ প্রায় ১১০০টি ধারালো অস্ত্র উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ৯ দোকান কর্মচারীকে তিন দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব।

রিমান্ড প্রাপ্তরা হলেন- শুকুর আলী, রোকন মিয়া, হৃদয় মিয়া, রাকিব, স্বপন, নুর হোসেন লিমন, সাজ্জাদ আহম্মেদ, আলী আকবর ও সাজিদ হাসান।

এদিন আসামিদের আদালতে হাজির করে অস্ত্র আইনের মামলায় সাতদিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা নিউ মার্কেট থানার এসআই পাভেল আহমেদ। রাষ্ট্রপক্ষে মুহাম্মদ শামসুদ্দোহা সুমন রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, “নিউ মার্কেট এলাকায় খোলামেলা জায়গায় এসব অস্ত্র বিক্রি করে। আবার ভাড়াও দেয়। এর আশেপাশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।

“এসব অস্ত্র সুলভ মূল্যে বিক্রি করে, ভাড়া দিয়ে থাকে। এসব অস্ত্র তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। তাদের রিমান্ড মঞ্জুরের প্রার্থনা করছি।”

আসামিদের পক্ষে আবুল কালাম আজাদ রিমান্ড আবেদন বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

তিনি বলেন, “নিউ মার্কেট এলাকায় যে কয়টি দোকান আছে, আমার এলাকায় বটতলায় এর চেয়ে বেশি বিক্রি হয়। বিক্রি বন্ধ করে দেন। যুগ যুগ ধরে ওই এলাকায় এসব বিক্রি হয়ে আসছে।

“থানা থেকে অস্ত্র লুট হলো তা উদ্ধার না করে এসব উদ্ধার করছে। রিমান্ড বাতিল চেয়ে তাদের জামিনের প্রার্থনা করছি।”

উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।

এর আগে শনিবার নিউ মার্কেটে ক্রোকারিজের তিনটি দোকান থেকে প্রায় ১১০০টি ধারাল অস্ত্রসহ ৯ মালিক-কর্মচারীকে আটক করে সেনাবাহিনী। পরে নিউ মার্কেট থানায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়।

এসি/