ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ০৬ অক্টোবর ২০২৫

নাবালক ছেলেকে বিমানবন্দরে ফেলেই ফ্লাইটে উঠে পড়লেন দম্পতি!

  • আপডেট সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫
  • ৩৩ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের একটি বিমানবন্দরে ১০ বছরের ছেলেকে বিমানবন্দরে ফেলেই বিমানে উঠে পড়েন দম্পতি। ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন। বিমানবন্দরে চেকিংয়ের সময় দম্পতি দেখলেন মস্ত ভুল হয়েছে। ছেলের পাসপোর্টের মেয়াদ যে ফুরিয়ে গিয়েছে, খেয়াল করেননি। কিন্তু বিমান ছাড়ার সময় হয়ে গেলে টার্মিনালে ছেলেকে ছেড়ে দিয়ে বিমানে উঠে পড়েন দম্পতি।

বাবা-মাকে দেখতে না পেয়ে কাঁন্না শুরু করলো নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বিমানবন্দরে।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তাদের শিশু পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী-স্ত্রী দেখেন, ছেলের স্পেনীয় ভিসার মেয়াদ শেষ। ওই মুহূর্তে ট্রাভেল ভিসার প্রয়োজন। কিন্তু বিমান ছাড়ার সময় হয়ে গেছে। তাই টার্মিনালে ছেলেকে ছেড়ে দিয়ে বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকেছিলেন। কিন্তু দম্পতি জানান, ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন। এক আত্মীয় আসছেন। ছেলেকে তিনিই নিয়ে যাবেন।

সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি ছেলেটিকে নিতে। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, বাবা-মায়ের সঙ্গে বিদেশে বেড়াতে যাবে বলে বেরিয়েছিল। কিন্তু তাকে না নিয়েই বাবা-মা চলে গিয়েছেন! ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মী থেকে পুলিশকর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজখবর করা হয়, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন দম্পতি।

প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু ক্ষণ খোঁজখবরের পর ওই স্বামী-স্ত্রীর খোঁজ পায় পুলিশ। তাদের ব্যাগপত্র আটকে দেওয়া হয় আর একটি বিমানবন্দরে। সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে যুগলকে গ্রেফতার করা হয়েছে কি না, জানা যায়নি।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাবেক এমপি মোজাম্মেল কারাগারে

নাবালক ছেলেকে বিমানবন্দরে ফেলেই ফ্লাইটে উঠে পড়লেন দম্পতি!

আপডেট সময় : ০৫:৫৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৪ অগাস্ট ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের একটি বিমানবন্দরে ১০ বছরের ছেলেকে বিমানবন্দরে ফেলেই বিমানে উঠে পড়েন দম্পতি। ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন। বিমানবন্দরে চেকিংয়ের সময় দম্পতি দেখলেন মস্ত ভুল হয়েছে। ছেলের পাসপোর্টের মেয়াদ যে ফুরিয়ে গিয়েছে, খেয়াল করেননি। কিন্তু বিমান ছাড়ার সময় হয়ে গেলে টার্মিনালে ছেলেকে ছেড়ে দিয়ে বিমানে উঠে পড়েন দম্পতি।

বাবা-মাকে দেখতে না পেয়ে কাঁন্না শুরু করলো নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বিমানবন্দরে।

‘দ্য নিউ ইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন এক দম্পতি। সঙ্গে ছিল তাদের শিশু পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী-স্ত্রী দেখেন, ছেলের স্পেনীয় ভিসার মেয়াদ শেষ। ওই মুহূর্তে ট্রাভেল ভিসার প্রয়োজন। কিন্তু বিমান ছাড়ার সময় হয়ে গেছে। তাই টার্মিনালে ছেলেকে ছেড়ে দিয়ে বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকেছিলেন। কিন্তু দম্পতি জানান, ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন। এক আত্মীয় আসছেন। ছেলেকে তিনিই নিয়ে যাবেন।

সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি ছেলেটিকে নিতে। ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, বাবা-মায়ের সঙ্গে বিদেশে বেড়াতে যাবে বলে বেরিয়েছিল। কিন্তু তাকে না নিয়েই বাবা-মা চলে গিয়েছেন! ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মী থেকে পুলিশকর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজখবর করা হয়, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন দম্পতি।

প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছু ক্ষণ খোঁজখবরের পর ওই স্বামী-স্ত্রীর খোঁজ পায় পুলিশ। তাদের ব্যাগপত্র আটকে দেওয়া হয় আর একটি বিমানবন্দরে। সেখান থেকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তবে যুগলকে গ্রেফতার করা হয়েছে কি না, জানা যায়নি।

এসি/