ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করলো সরকার

  • আপডেট সময় : ১২:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: আয়কর রিটার্ন জমা অনলাইনে বাধ্যতামূলক করলো সরকার। তবে কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাদের জন্য পেপার রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। রোববার (৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা বিশেষ আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার থেকে করবর্ষ ২০২৫-২৬ এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তারা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিকতা ব্যাখ্যা করে আবেদন করলে অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত বছর নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণির জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা সাড়া দিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন।

এনবিআর জানিয়েছে, করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে।

এসি/

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করলো সরকার

আপডেট সময় : ১২:২৮:২০ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫

নিজস্ব প্রতিবেদক: আয়কর রিটার্ন জমা অনলাইনে বাধ্যতামূলক করলো সরকার। তবে কয়েকটি বিশেষ শ্রেণির করদাতাদের জন্য পেপার রিটার্ন দাখিলের সুযোগ রাখা হয়েছে। রোববার (৩ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা বিশেষ আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে।

জাতীয় রাজস্ব বোর্ডের আদেশে বলা হয়েছে, ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধিরা ইচ্ছা করলে অনলাইনের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

সোমবার থেকে করবর্ষ ২০২৫-২৬ এর রিটার্ন দাখিলের প্রক্রিয়া শুরু হবে। করদাতারা www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধনজনিত সমস্যার কারণে কেউ যদি অনলাইনে রিটার্ন দাখিল করতে ব্যর্থ হন, তবে তারা ৩১ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের নিকট যৌক্তিকতা ব্যাখ্যা করে আবেদন করলে অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদনক্রমে পেপার রিটার্ন দাখিলের সুযোগ পাবেন।

প্রসঙ্গত, গত বছর নির্দিষ্ট কিছু করদাতা শ্রেণির জন্য অনলাইন রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার পর ১৭ লাখের বেশি করদাতা সাড়া দিয়ে অনলাইনে রিটার্ন দাখিল করেছিলেন।

এনবিআর জানিয়েছে, করদাতারা ঘরে বসেই কর পরিশোধ করতে পারবেন ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদসহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে।

এছাড়া অনলাইনে রিটার্ন দাখিলে কোনো সমস্যা হলে এনবিআরের কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা প্রদান করা হবে।

এসি/