ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) মাসব্যাপী বাফুফে ইন্টার্নশিপ প্রোগ্রাম শেষ হয়েছে। এ প্রোগ্রামে ঢাকা ও প্যারিস থেকে প্রতিভাবান ১০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বাফুফে ভবনে এ সময় অংশগ্রহণকারীদের প্রশংসনীয় অবদান ও স্বীকৃতি হিসেবে সনদ বিতরণ করা হয়।
ওই ইন্টার্নশিপ প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে বাফুফের অভ্যন্তরীণ বিভিন্ন ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে ভবিষ্যৎমুখী ও অর্থবহ প্রকল্প নিয়ে কাজ করেন। তাদের গবেষণা ও উপস্থাপনাগুলোর মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশের ফুটবলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্র। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ঘরোয়া লিগে প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে খেলোয়াড়, কোচ, রেফারি এবং দর্শকদের সম্পৃক্ততা বৃদ্ধি। বিশ্ববিদ্যালয় পর্যায়ে স্পোর্টস সায়েন্সকে একাডেমিক কারিকুলামে অন্তর্ভুক্ত করা। সারাদেশে ফুটবল একাডেমি ও খেলোয়াড়দের মাঝে ফিফা কানেক্ট নিবন্ধন সম্প্রসারণ। প্রতিভাবান খেলোয়াড়দের বাছাই ও উন্নয়নের জন্য একটি পূর্ণাঙ্গ প্লেয়ার প্রোফাইল সিস্টেম তৈরি করা।
অনুষ্ঠানের শুরুতে বাফুফে সম্মানিত সভাপতি তাবিথ আউয়াল সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেন এবং নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি ইন্টার্নদের মনে করিয়ে দেন, ক্রীড়ার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বিশ্বের যেকোনও প্রান্তেই ফুটবল হতে পারে নেতৃত্ব ঐক্য এবং দলগত চেতনার এক শক্তিশালী মাধ্যম। এই ইন্টার্নশিপ প্রোগ্রামের মাধ্যমে নতুন প্রজন্ম, শিক্ষা এবং ফুটবল উন্নয়নের মাঝে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করেছে।
আজকের প্রত্যাশা/কেএমএএ