প্রত্যাশা ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে তৃতীয় দফা সরাসরি শান্তি আলোচনায় চমকপ্রদ কিছু ঘটবে, এমন আশা না করতে জনগণকে সতর্ক করেছে রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন। রুশ কর্মকর্তারা বলছেন, আলোচনার সম্ভাব্য সময়সীমা নিয়েও এখনই কিছু বলার সময় আসেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনায় কোনো অলৌকিক সাফল্য আসবে বলে মনে করার কোনো ভিত্তি নেই। তিনি আরো বলেন, আমরা আমাদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং শুরু থেকেই যে লক্ষ্যগুলো নির্ধারণ করেছি, সেগুলো পূরণ করাই আমাদের উদ্দেশ্য। এর আগে শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিয়েভ তৃতীয় দফা শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছে এবং এ সপ্তাহেই তুরস্কে সেই আলোচনা হতে পারে। জেলেনস্কি যুদ্ধবিরতির আলোচনা দ্রুততর করতে চান। তবে আলোচনা কত দ্রুত হতে পারে বা সমঝোতায় পৌঁছাতে কত সময় লাগবে-সাংবাদিকদের এমন প্রশ্নে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে অস্বীকৃতি জানান পেসকভ। তিনি বলেন, শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক নিয়ে ভাবার আগে অনেক কাজ বাকি রয়েছে। এর একদিন আগে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আগ্রহের কথা পুনরায় জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি।
উল্লেখ্য, ইউক্রেন যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত একাধিকবার আলোচনা হলেও বড় কোনো অগ্রগতি হয়নি। রাশিয়া ও ইউক্রেন উভয়েই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় সমঝোতায় পৌঁছানো জটিল হয়ে উঠেছে।