ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ৪০০ কোটি টাকা ক্রোক

  • আপডেট সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামীয় প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি।

রোববার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি। সিআইডি জানায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের রেজিস্ট্রেশন নিয়ে গড়ে উঠেছে বিভিন্ন নামের সমবায় সমিতি। এসব সমিতির মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। নামে সমবায় সমিতি হলেও এসব সমিতির ব্যানারে পরিচালনা করা হয় ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের চেয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১৩/১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আমানত সংগ্রহ করে। শুরুর দিকে গ্রাহককে কিছু মুনাফা দিলেও বর্তমানে সমবায় সমিতির লোকজন টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে। ফলে সর্বস্ব হারিয়ে দিশাহারা এসব সমিতির গ্রাহকরা। মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে জামালপুর জেলার বিভিন্ন থানা এবং পার্শ্ববর্তী জেলার আশেপাশের বিভিন্ন এলাকার নিরীহ জনগণের কাছে এটি স্বল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো। প্রতি লাখে মাসে ১২০০-১৫০০ টাকার মুনাফার কথা বলে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে শুরুতে সীমিত পরিসরে লাভ দিলেও পরে তা বন্ধ করে দিয়ে আল-আকাবা সমিতির মালিক ও কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যান।

সিআইডি আরো জানায়, প্রায় ১৩/১৪ হাজার ভোক্তভোগী গ্রাহকের কাছে প্রতারণামূলকভাবে প্রায় ৪০০ (চারশ) কোটি টাকা আত্মসাৎ করে সমিতির পরিচালকরা তাদের নিজ নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে স্থাবর সম্পত্তি ক্রয় করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করায় প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি, স্থাপনা, প্রতিষ্ঠান ও অবকাঠামো ক্রোক করে সিআইডি। ক্রোক করা সম্পদের পরিমাণ ৩১১৩ শতাংশ। এসব সম্পত্তির মধ্যে জামালপুর জেলার সদর থানাধীন গহেরপাড়া মৌজায় প্রায় ১৫ একর জমির উপর আলফা অস্ট্রোবিকস নামে একটি ইটভাটা, গাজীপুর দক্ষিণ সালনা মৌজায় প্রায় ৩৫০ শতাংশ জমির উপর আলফা ড্রেসওয়ার নামে একটি গার্মেন্টস কারখানা রয়েছে। তাছাড়া আলফা ডেভলপার, আলফা ড্রেসওয়ারের নামে বসুন্ধরা আবাসিক প্রকল্পে ৯টি প্লট রয়েছে। বাকি সম্পত্তিগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও জামালপুর জেলায় রয়েছে।

সিআইডি জানায়, সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৭ জুলাই ক্রোক আদেশ দেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনাগমন রোধের জন্য আদালত আদেশ দেন। আল-আকাবা সমবায় সমিতির পরিচালকরা গ্রাহকের আমানতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার মানিলন্ডারিং অভিযোগটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান শেষে জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় মানিলন্ডারিং আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির ৪০০ কোটি টাকা ক্রোক

আপডেট সময় : ০৮:৪৬:৩২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামীয় প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি।

রোববার (২০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সিআইডি। সিআইডি জানায়, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলা সমবায় কার্যালয়ের রেজিস্ট্রেশন নিয়ে গড়ে উঠেছে বিভিন্ন নামের সমবায় সমিতি। এসব সমিতির মধ্যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। নামে সমবায় সমিতি হলেও এসব সমিতির ব্যানারে পরিচালনা করা হয় ব্যাংকিং কার্যক্রম। ব্যাংকের চেয়ে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে প্রায় ১৩/১৪ হাজার গ্রাহকের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা আমানত সংগ্রহ করে। শুরুর দিকে গ্রাহককে কিছু মুনাফা দিলেও বর্তমানে সমবায় সমিতির লোকজন টাকা নিয়ে গা-ঢাকা দিয়েছে। ফলে সর্বস্ব হারিয়ে দিশাহারা এসব সমিতির গ্রাহকরা। মাদারগঞ্জ আল-আকাবা বহুমুখী সমবায় সমিতির মাধ্যমে জামালপুর জেলার বিভিন্ন থানা এবং পার্শ্ববর্তী জেলার আশেপাশের বিভিন্ন এলাকার নিরীহ জনগণের কাছে এটি স্বল্প সময়ে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করতো। প্রতি লাখে মাসে ১২০০-১৫০০ টাকার মুনাফার কথা বলে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে শুরুতে সীমিত পরিসরে লাভ দিলেও পরে তা বন্ধ করে দিয়ে আল-আকাবা সমিতির মালিক ও কর্মকর্তারা অফিস তালাবদ্ধ করে আত্মগোপনে চলে যান।

সিআইডি আরো জানায়, প্রায় ১৩/১৪ হাজার ভোক্তভোগী গ্রাহকের কাছে প্রতারণামূলকভাবে প্রায় ৪০০ (চারশ) কোটি টাকা আত্মসাৎ করে সমিতির পরিচালকরা তাদের নিজ নামে বিভিন্ন প্রতিষ্ঠান খুলে স্থাবর সম্পত্তি ক্রয় করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করায় প্রায় ৪০০ কোটি টাকার সম্পত্তি, স্থাপনা, প্রতিষ্ঠান ও অবকাঠামো ক্রোক করে সিআইডি। ক্রোক করা সম্পদের পরিমাণ ৩১১৩ শতাংশ। এসব সম্পত্তির মধ্যে জামালপুর জেলার সদর থানাধীন গহেরপাড়া মৌজায় প্রায় ১৫ একর জমির উপর আলফা অস্ট্রোবিকস নামে একটি ইটভাটা, গাজীপুর দক্ষিণ সালনা মৌজায় প্রায় ৩৫০ শতাংশ জমির উপর আলফা ড্রেসওয়ার নামে একটি গার্মেন্টস কারখানা রয়েছে। তাছাড়া আলফা ডেভলপার, আলফা ড্রেসওয়ারের নামে বসুন্ধরা আবাসিক প্রকল্পে ৯টি প্লট রয়েছে। বাকি সম্পত্তিগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও জামালপুর জেলায় রয়েছে।

সিআইডি জানায়, সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গত ৭ জুলাই ক্রোক আদেশ দেন। এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমনাগমন রোধের জন্য আদালত আদেশ দেন। আল-আকাবা সমবায় সমিতির পরিচালকরা গ্রাহকের আমানতের টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করার মানিলন্ডারিং অভিযোগটি সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটে অনুসন্ধান শেষে জামালপুর জেলার মাদারগঞ্জ থানায় মানিলন্ডারিং আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ