ঢাকা ০১:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
মুন্সীগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম

‘মুজিববাদের’ বিরুদ্ধে লড়াই চলবে পাড়া-মহল্লায়ও

  • আপডেট সময় : ০৮:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের সুপার মার্কেটে এনসিপির পথসভায় বক্তৃতা দেন নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

মুন্সীগঞ্জ সংবাদদাতা: ‘ফ্যাসিবাদ ও মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায়ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

হামলা-মামলা দিয়ে এনসিপিকে রোখা যাবে না মন্তব্য করে তিনি বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, তবে আরো দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ-মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের সুপার মার্কেটে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। দেশের পুনর্গঠনের পথে সামনে আরো একটি বড় লড়াই আসছে জানিয়ে নাহিদ বলেন, সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।

বক্তৃতায় মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এই নেতা। একইসঙ্গে ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।
দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়ার কথাও বলেন তিনি।
সভায় আরো বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।
এনসিপির এই পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে আইনশৃঙ্খলার সদস্যরা মোতায়েন ছিল। পথসভার আগে মুন্সীগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে যোগ দেয়। এর আগে, জুলাইয় পদযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে শুক্রবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। প্রথমে তারা মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে জড়ো হন, পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে মুন্সীগঞ্জ সুপারমার্কেট চত্বর এলাকার কৃষি ব্যাংকের সামনে সমাবেশস্থলে জড়ো হন।

গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকার বিভিন্ন থানা ও জোনের এনসিপি নেতারা বক্তব্য রাখছেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। একই সঙ্গে হামলাকরীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

মুন্সীগঞ্জের পথসভায় নাহিদ ইসলাম

‘মুজিববাদের’ বিরুদ্ধে লড়াই চলবে পাড়া-মহল্লায়ও

আপডেট সময় : ০৮:৫৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

মুন্সীগঞ্জ সংবাদদাতা: ‘ফ্যাসিবাদ ও মুজিববাদের’ বিরুদ্ধে পাড়া-মহল্লায়ও প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

হামলা-মামলা দিয়ে এনসিপিকে রোখা যাবে না মন্তব্য করে তিনি বলেন, গোপালগঞ্জে হামলা হয়েছে, তবে আরো দশ জায়গায় হামলা হলেও আমাদের দমন করা যাবে না। ফ্যাসিবাদ-মুজিববাদ শেষ না হওয়া পর্যন্ত এনসিপির লড়াই চলবে এবং পাড়া-মহল্লায় প্রতিরোধ গড়ে তোলা হবে।

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার (১৮ জুলাই) দুপুরে মুন্সীগঞ্জের সুপার মার্কেটে এনসিপির পথসভায় এসব কথা বলেন তিনি। দেশের পুনর্গঠনের পথে সামনে আরো একটি বড় লড়াই আসছে জানিয়ে নাহিদ বলেন, সামনের এক নতুন বাংলাদেশ বিনির্মাণের সেই লড়াইয়ে মুন্সীগঞ্জ আমাদের সঙ্গে থাকবে, আমরা জানি। আমরা সেই লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি।

বক্তৃতায় মুন্সীগঞ্জের নদী ভাঙন, অবৈধ বালু দখলসহ নানা অনিয়ম বন্ধে কাজ করার আশ্বাস দেন এই নেতা। একইসঙ্গে ভবিষ্যতের নির্বাচনে প্রবাসীরা যেন ভোট দিতে পারে, তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। পথসভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ফ্যাসিবাদ নির্মূল না হলে দেশ স্বাধীন হবে না। শুধু গোপালগঞ্জে নয়, যেখানেই ফ্যাসিবাদী সন্ত্রাসীরা থাকবে সেখানেই ঐক্যবদ্ধভাবে সবাইকে প্রতিরোধ করতে হবে।
দেশের বাইরে থেকে যারা হত্যার পরিকল্পনা করছে তাদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, হাসিনার বিচার করতে হবে। তার মৃত্যুদণ্ড দেখে মরতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করার আহ্বান জানান এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেন, নেতানির্ভর নয়, নীতিনির্ভর রাষ্ট্র গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়া ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায় করে নেওয়ার কথাও বলেন তিনি।
সভায় আরো বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও মুন্সীগঞ্জ জেলা সমন্বয়ক কমিটির আহ্বায়ক মাজেদুল ইসলাম।
এনসিপির এই পথসভা উপলক্ষে শহরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সভাস্থল ছাড়াও আশপাশের মোড়ে আইনশৃঙ্খলার সদস্যরা মোতায়েন ছিল। পথসভার আগে মুন্সীগঞ্জ শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা সুপার মার্কেটের শহীদ চত্বরে এসে যোগ দেয়। এর আগে, জুলাইয় পদযাত্রা উপলক্ষে মুন্সীগঞ্জে শুক্রবার সকাল থেকেই জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। প্রথমে তারা মুন্সীগঞ্জ শিল্পকলা একাডেমির সামনে জড়ো হন, পরে সেখান থেকে মিছিল নিয়ে এসে মুন্সীগঞ্জ সুপারমার্কেট চত্বর এলাকার কৃষি ব্যাংকের সামনে সমাবেশস্থলে জড়ো হন।

গোপালগঞ্জে সহিংসতাকারীদের গ্রেফতার দাবিতে ঢাকায় এনসিপির বিক্ষোভ: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে এনসিপি। শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকার বিভিন্ন থানা ও জোনের এনসিপি নেতারা বক্তব্য রাখছেন। গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন নেতারা। একই সঙ্গে হামলাকরীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। ঢাকা মহনগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।