ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

শুটিংয়ের ঘোষিত কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড়

  • আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: শুটিং স্পোর্ট ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে সভাপতি এবং সাবেক অভিনেত্রী আলেয়া ফেরদৌসীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ১৯ সদস্যের কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড় উঠেছে।

মহান স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের পক্ষে নাটিকায় ছোটি বেগম চরিত্রে অভিনয় করে সমালোচিত আলেয়া ফেরদৌসী পরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক ছিলেন।

মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, শুটিং ফেডারেশনের যুগ্মসম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিবও ছিলেন তিনি। দেশের গৌরবময় স্বাধীনতাযুদ্ধে বিতর্কিত এমন একজনকে শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বইছে।

আলেয়া ফেরদৌসের বয়স আশির কাছাকাছি। এই বয়সে শুটিংয়ের মতো সংবেদনশীল ফেডারেশন পরিচালনা করা কষ্টসাধ্য। যুগ্মসম্পাদক পদে মনোনীত জিএম হায়দার সাজ্জাদকে নিয়েও সমালোচনা হচ্ছে। এর আগে দায়িত্ব পালনকালে তিনি নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নারী শুটারকে যৌন হয়রানি করার অভিযোগ ছিল। সাজ্জাদ এখন শুটিং স্পোর্ট ফেডারেশনের নতুন কমিটিতে।

সদস্যদের মধ্যে সাবেক শুটার ও শুটিং-সংশ্লিষ্ট সংগঠকরা রয়েছেন। সেনা, নৌ ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রাখা হয়েছে সদস্য হিসাবে। তবে শারমিন আক্তার, আসিফ হোসেন কিংবা শারমিন আক্তার রত্নার মতো তারকা শুটার কমিটিতে নেই।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

শুটিংয়ের ঘোষিত কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড়

আপডেট সময় : ০৭:৩৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ক্রীড়া ডেস্ক: শুটিং স্পোর্ট ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে সভাপতি এবং সাবেক অভিনেত্রী আলেয়া ফেরদৌসীকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ১৯ সদস্যের কমিটি নিয়ে ক্রীড়াঙ্গনে বিতর্কের ঝড় উঠেছে।

মহান স্বাধীনতা যুদ্ধে রাজাকারদের পক্ষে নাটিকায় ছোটি বেগম চরিত্রে অভিনয় করে সমালোচিত আলেয়া ফেরদৌসী পরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া শিক্ষক ছিলেন।

মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা, শুটিং ফেডারেশনের যুগ্মসম্পাদক এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপমহাসচিবও ছিলেন তিনি। দেশের গৌরবময় স্বাধীনতাযুদ্ধে বিতর্কিত এমন একজনকে শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে মনোনীত করায় সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় বইছে।

আলেয়া ফেরদৌসের বয়স আশির কাছাকাছি। এই বয়সে শুটিংয়ের মতো সংবেদনশীল ফেডারেশন পরিচালনা করা কষ্টসাধ্য। যুগ্মসম্পাদক পদে মনোনীত জিএম হায়দার সাজ্জাদকে নিয়েও সমালোচনা হচ্ছে। এর আগে দায়িত্ব পালনকালে তিনি নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নারী শুটারকে যৌন হয়রানি করার অভিযোগ ছিল। সাজ্জাদ এখন শুটিং স্পোর্ট ফেডারেশনের নতুন কমিটিতে।

সদস্যদের মধ্যে সাবেক শুটার ও শুটিং-সংশ্লিষ্ট সংগঠকরা রয়েছেন। সেনা, নৌ ও বিকেএসপির একজন করে প্রতিনিধি রাখা হয়েছে সদস্য হিসাবে। তবে শারমিন আক্তার, আসিফ হোসেন কিংবা শারমিন আক্তার রত্নার মতো তারকা শুটার কমিটিতে নেই।

আজকের প্রত্যাশা/কেএমএএ