ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ পাঁচে মোস্তাফিজ

  • আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: উইকেটশিকারি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট (জেফ্রি ভেন্ডারসে) তুলে সর্বোচ্চ উইকেটশিকারিদের সঙ্গে নাম লেখান টাইগার পেসার।

এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার ওপরে আছেন টিম সাউদি, রশিদ খান, সাকিব আল হাসান ও ইশ সোধি।

শীর্ষ এ পাঁচজনের মধ্যে মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার। উইকেট শিকারের তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাউদি পেসার হলেও তিনি ডানহাতি।

সাউদির উইকেট সংখ্যা ১৬৪। এ জন্য তাকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফগান স্পিনার রশিদ খান ১৬১ উইকেট শিকার করেছেন ৯৬ ম্যাচ খেলে।

সর্বোচ্চ উইকেট শিকারে তৃতীয় স্থানে থাকা সাকিব ১২৯ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন। আর ১৪৬ উইকেট নিতে আরেক নিউজিল্যান্ড স্পিনারকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

এক নারীকে দুই ভাই বিয়ে করে বললেন- আমরা গর্বিত

টি-টোয়েন্টি ইতিহাসের শীর্ষ পাঁচে মোস্তাফিজ

আপডেট সময় : ০৭:৩১:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ক্রীড়া ডেস্ক: উইকেটশিকারি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির ইতিহাসের শীর্ষ পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। গতকাল বুধবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ১ উইকেট (জেফ্রি ভেন্ডারসে) তুলে সর্বোচ্চ উইকেটশিকারিদের সঙ্গে নাম লেখান টাইগার পেসার।

এখন পর্যন্ত ১০৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ১৩৬টি উইকেট শিকার করেছেন মোস্তাফিজ। তার ওপরে আছেন টিম সাউদি, রশিদ খান, সাকিব আল হাসান ও ইশ সোধি।

শীর্ষ এ পাঁচজনের মধ্যে মোস্তাফিজই একমাত্র বাঁহাতি পেসার। উইকেট শিকারের তালিকার শীর্ষে থাকা নিউজিল্যান্ডের সাউদি পেসার হলেও তিনি ডানহাতি।

সাউদির উইকেট সংখ্যা ১৬৪। এ জন্য তাকে খেলতে হয়েছে ১২৩ ইনিংস। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আফগান স্পিনার রশিদ খান ১৬১ উইকেট শিকার করেছেন ৯৬ ম্যাচ খেলে।

সর্বোচ্চ উইকেট শিকারে তৃতীয় স্থানে থাকা সাকিব ১২৯ ইনিংসে ১৪৯ উইকেট শিকার করেছেন। আর ১৪৬ উইকেট নিতে আরেক নিউজিল্যান্ড স্পিনারকে খেলতে হয়েছে ১২৫ ম্যাচ।

আজকের প্রত্যাশা/কেএমএএ