ক্রীড়া ডেস্ক: ঘরোয়া ফুটবলের ২০২৫-২৬ মৌসুমের দলবদল শুরু হয়েছে ১ জুন। দেড় মাসেও কোনো ক্লাব বাফুফেতে খেলোয়াড় নিবন্ধন করেনি। তবে ঘর গুছিয়ে নেওয়ার কাজ শুরু করেছে প্রায় সব দলই। নতুন মৌসুমে বসুন্ধরা কিংসের পরই সবচেয়ে সক্রিয় আবাহনী। সে তুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান নীরব। অর্থ সংকটে চ্যাম্পিয়নরা গতবারের দলটিই ধরে রাখতে হিমশিম খাচ্ছে।
বাফুফেরে ফরম পূরণের আগে নিশ্চিত হওয়া যাবে না এই মৌসুমে কোন খেলোয়াড় কোন ক্লাবে খেলবেন। তবে ক্লাবগুলো খেলোয়াড়দের সাথে নিজেদের চুক্তি সেরে নিচ্ছে। এ বছর বিদেশি কোটা কমেছে। চারজন বিদেশি নিবন্ধন করতে পারবে ক্লাবগুলো। খেলতে পারবেন তিনজন।
বিদেশি কোটা কমিয়ে এই প্রথমবারের মতো সাফের কোটা অন্তর্ভূক্ত করেছে বাফুফের প্রফেশনাল লিগ কমিটি। স্থানীয় খেলোয়াড় হিসেবে দক্ষিণ এশিয়ার দেশ থেকে ৫ খেলোয়াড় নিতে পারবে প্রতিটি ক্লাব। তা এক দেশের হোক কিংবা ৫ দেশ থেকে।
দক্ষিণ এশিয়ার কোটার প্রথম খেলোয়াড় হিসেবে ফর্টিস এফসিতে নাম লিখিয়েছেন শ্রীলংকা জাতীয় দলের গোলরক্ষক ও অধিনায়ক সুজান পেরেরা। পেরেরাসহ এখন পর্যন্ত পাঁচ বিদেশির নতুন মৌসুমের ঠিকানা চূড়ান্ত হয়েছে। তবে পেরেরা খেলবেন স্থানীয় হিসেবে।
নতুন মৌসুমে বিদেশি খেলোয়াড়দের দলবদলের সবচেয়ে আলোচিত নাম সোলেমান দিয়াবাতে। কয়েক মৌসুম ধরে মোহামেডানের অধিনায়কত্ব করা ও দলটিকে প্রথম লিগ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা মালির এই ফরোয়ার্ড সাদাকালো জার্সি খুলে এবার পড়তে যাচ্ছেন আবাহনীর আকাশি-নীল জার্সি।
মোহামেডান এখন পর্যন্ত দুইজন বিদেশিকে দলে রাখা নিশ্চিত করেছে। দিয়াবাতেকে ছেড়ে দিয়ে তারা আক্রমণভাগের প্রধান ভরসা হিসেবে দলে নিচ্ছে সর্বশেষ আসরের সর্বাধিক গোলদাতার পুরস্কার জেতা রহমতগঞ্জের ঘানাইয়ান স্ট্রাইকার স্যামুয়েল বোয়েটেংকে। পাশাপাশি তাদের মধ্য মাঠের প্রাণভোমরা উজবেকিস্তানের মুজাফফর মুজাফফরভকে দলে রাখছে।
দিয়াবাতে, স্যামুয়েল বোয়েটেং, মুজাফফরভ ও সুজান পেরেরা- দেশের বাইরের এই চারজনের ঠিকানাই এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে।
আজকের প্রত্যাশা/কেএমএএ