প্রত্যাশা ডেস্ক: আজকের ব্যস্ত জীবনে নিখুঁত ত্বকের খোঁজে অনেকেই বিভিন্ন ‘স্কিন ট্রিটমেন্ট’-এর সাহায্য নেন। সে কেমিক্যাল পিল, বোটক্স, ফিলার হোক বা মাইক্রোনিডলিং, লেজার থেরাপি। ত্বকের গভীর পর্যন্ত পৌঁছে গিয়ে ভেতর থেকে জেল্লা বাড়িয়ে তোলে ত্বকের। কিন্তু এসব ট্রিটমেন্টের শরীরের ওপর যে প্রভাব পড়ছে, তা হলো-
ত্বক উজ্জ্বল ও নিখুঁত রাখার ইচ্ছা আমাদের অনেককে কেমিক্যাল পিল, লাইট থেরাপি, ইনজেকটেবল ফিলার এবং লেজার রিসারফেসিংয়ের মতো ট্রিটমেন্টের দিকে নিয়ে যাচ্ছে। যদিও এগুলো আধুনিক চিকিৎসাবিজ্ঞানের অংশ, তবুও তাদের ব্যবহারে সতর্কতা থাকা প্রয়োজন।
এই চিকিৎসাগুলো কিছু ক্ষেত্রে কসমেটিক অ্যাসিডের ওপর নির্ভর করে আবার কিছু প্রযুক্তি সরাসরি ত্বকের কোষের গঠন ও কার্যকারিতায় প্রভাব ফেলে। এখানেই চিন্তার বিষয়। ত্বক কোশের পরিবর্তন, অতিরিক্ত ইউভি রে-এর সংস্পর্শ ও দীর্ঘস্থায়ী ইনফ্লেমেশন মিলে ক্যানসারের আশঙ্কা তৈরি করতে পারে।
ত্বকের চিকিৎসায় ইউভি থেরাপি বা ট্যানিং বেড ব্যবহার সবচেয়ে বেশি চিন্তার বিষয়। ইউভিএ বি এবং ইউভিবি- দুটিই কার্সিনোজেনিক। বারবার ব্যবহার করলে ত্বকের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, মিউটেশন হয়। ফলে স্কোয়ামাস সেল কার্সিনোমা, বেসাল সেল কার্সিনোমা বা মেলানোমা জাতীয় ত্বকের ক্যানসার হতে পারে।
কেমিক্যাল পিল কতটা নিরাপদ: কেমিক্যাল পিল, বিশেষ করে ডিপার পিল; যেখানে ফেনল ব্যবহার হয়। এগুলো নিয়ে কিছু গবেষণায় দেখা গেছে, প্রাণীদের মধ্যে ক্যানসার সৃষ্টির আশঙ্কা রয়েছে। যদিও অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে এই পিলগুলো নিরাপদ, তবুও অতিরিক্ত বা ভুল ব্যবহারে ক্ষতির আশঙ্কা থেকে যায়।
বোটক্স, ফিলার, মাইক্রোনিডলিংয়ের ঝুঁকি: বোটক্স বা ডার্মাল ফিলার যদি প্রশিক্ষিত চিকিৎসক প্রয়োগ করেন, তাহলে তা নিরাপদ বলেই ধরা হয়। এসব চিকিৎসা এফডিএ অনুমোদিত। তবে কখনো কখনো দীর্ঘমেয়াদি ইনফ্লেমেশন বা ইমিউন রি-অ্যাকশন হতে পারে; যা কোশের অস্বাভাবিক গ্রোথের ঝুঁকি তৈরি করে; বিশেষত মাইক্রোনিডলিং, লেজার ট্রিটমেন্ট বা কেমিক্যাল পিলের মতো রেগুলার স্কিন ট্রমা যদি খুব ঘন ঘন হয়, তাহলে তা দীর্ঘমেয়াদী ইনফ্লেমেশনের কারণ হয়ে দাঁড়ায়; যা ক্যানসারের সম্ভাবনা তৈরি করতে পারে।
কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন: চিকিৎসা করাবেন কেবল প্রশিক্ষিত ডার্মাটোলজিস্ট বা এস্থেটিক ফিজিশিয়ানের কাছে; নিজের ইচ্ছামতো ট্রিটমেন্ট বাছবেন না; চিকিৎসার পর রোদ থেকে ত্বককে রক্ষা করুন; সুন্দর হয়ে ওঠার থেকেও সেফটিতে আগে নজর দিন।
আজকের প্রত্যাশা/কেএমএএ