ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ঘরোয়া টোটকায় উপকারের চেয়ে ক্ষতিই বেশি

  • আপডেট সময় : ০৯:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: রোগব্যাধি থেকে রূপচর্চা, সব জায়গায় আজকাল ঘরোয়া টোটকার চল দেখা যাচ্ছে। মা-দাদিরা বহুকাল থেকে নানা টোটকা ব্যবহার করে আসছেন। সেসব টোটকা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এসে জনপ্রিয়তা পেয়েছে।

ঘরোয়া ওইসব টোটকায় কাজ হয় বটে, কিন্তু টোটকা মেনে চললেই আর আসল প্রতিকার লাগবে না- এই ধারণাও ঠিক নয়। একই সঙ্গে এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে; যা উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। তাই কোনো টোটকাই অন্ধভাবে বিশ্বাস করা অনুচিত; বিশেষ করে কয়েকটি ঘরোয়া টোটকা একেবারেই প্রয়োগ করা উচিত নয়। তা হলো=

= অনেকের ধারণা, পোড়া-জ্বালাভাব কমাতে ভালো কাজ করে ঘি। কিন্তু আদতে ঘি লাগালে এই সমস্যা আরো বাড়তে পারে। কোথাও পুড়ে গেলে তাৎক্ষণিক মাখন বা তেল কিংবা বরফ লাগানোও ভুল পদ্ধতি; বরং পোড়া জায়গায় ঠাণ্ডা পানি দিন।

= সর্দি-কাশিতে অনেক সময় মাউথ ওয়াশ দিয়ে গার্গল করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু মাউথওয়াশে বিভিন্ন রকমের রাসায়নিক থাকে। ফলে গলার ব্যথা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে আদা, গোলমরিচ, তুলসীপাতা দিয়ে চা খেতে পারেন।

= টুথপেস্ট লাগালে ব্রণ বা মুখের কোনো ক্ষত সারে ধারণাটি একেবারেই ঠিক নয়; বরং এতে হিতে বিপরীত হতে পারে। টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে; যা ত্বকের জন্য মোটেই ভালো নয়। এতে জ্বালাভাব কিংবা সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকে যায়।

= জ্বলন্ত মোম কানের সামনে ধরলে খুব সহজেই কানে জমে থাকা ময়লা দূর করা সম্ভব। এই টোটকা শুধু বিপজ্জনকই নয়; এতে কানের পর্দার ক্ষতিও হতে পারে, এমনকি কর্ণগহ্বরও ক্ষতিগ্রস্ত হয়।

= ত্বকে তাড়াতাড়ি জেল্লা আনতে অনেকেই লেবুর রস ব্যবহার করেন। তবে এতে কোনো সুফল পাওয়া যায় না; বরং কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ লেবুর এসিডের জন্য ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকে না। তাই সরাসরি লেবুর রস ব্যবহার না করে কোনো ফেসপ্যকের সঙ্গে লাগাতে পারেন।

= স্ট্রেচমার্ক দূর করতে কেউ বলেন দই-হলুদ মাখতে, কারো পরামর্শ নারকেল তেল ঘষার। কিন্তু চিকিৎসকদের একাংশের মতে, স্ট্রেচমার্ক দূর করতে ঘরোয়া টোটকা বিশেষ কাজের নয়; বরং কিছু নির্দিষ্ট থেরাপি ও ওষুধ এক্ষেত্রে বিশেষ কার্যকর হতে পারে।

= দাঁতে ব্যথা হলে অনেকে ঘরোয়া টোটকা হিসেবে অ্যালকোহল পানের পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে, এসবে এমন কোনো বৈশিষ্ট্য নেই; যা দ্রুত দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের কাছে যান। এক্ষেত্রে গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করতে পারেন। সূত্র: আজকাল।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ঘরোয়া টোটকায় উপকারের চেয়ে ক্ষতিই বেশি

আপডেট সময় : ০৯:০১:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫

প্রত্যাশা ডেস্ক: রোগব্যাধি থেকে রূপচর্চা, সব জায়গায় আজকাল ঘরোয়া টোটকার চল দেখা যাচ্ছে। মা-দাদিরা বহুকাল থেকে নানা টোটকা ব্যবহার করে আসছেন। সেসব টোটকা সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে এসে জনপ্রিয়তা পেয়েছে।

ঘরোয়া ওইসব টোটকায় কাজ হয় বটে, কিন্তু টোটকা মেনে চললেই আর আসল প্রতিকার লাগবে না- এই ধারণাও ঠিক নয়। একই সঙ্গে এমন কিছু ঘরোয়া টোটকা রয়েছে; যা উপকারের চেয়ে ক্ষতি বেশি করে। তাই কোনো টোটকাই অন্ধভাবে বিশ্বাস করা অনুচিত; বিশেষ করে কয়েকটি ঘরোয়া টোটকা একেবারেই প্রয়োগ করা উচিত নয়। তা হলো=

= অনেকের ধারণা, পোড়া-জ্বালাভাব কমাতে ভালো কাজ করে ঘি। কিন্তু আদতে ঘি লাগালে এই সমস্যা আরো বাড়তে পারে। কোথাও পুড়ে গেলে তাৎক্ষণিক মাখন বা তেল কিংবা বরফ লাগানোও ভুল পদ্ধতি; বরং পোড়া জায়গায় ঠাণ্ডা পানি দিন।

= সর্দি-কাশিতে অনেক সময় মাউথ ওয়াশ দিয়ে গার্গল করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু মাউথওয়াশে বিভিন্ন রকমের রাসায়নিক থাকে। ফলে গলার ব্যথা আরো বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এক্ষেত্রে আদা, গোলমরিচ, তুলসীপাতা দিয়ে চা খেতে পারেন।

= টুথপেস্ট লাগালে ব্রণ বা মুখের কোনো ক্ষত সারে ধারণাটি একেবারেই ঠিক নয়; বরং এতে হিতে বিপরীত হতে পারে। টুথপেস্টের মধ্যে এমন কিছু উপাদান থাকে; যা ত্বকের জন্য মোটেই ভালো নয়। এতে জ্বালাভাব কিংবা সংক্রমণ হওয়ার ঝুঁকি থেকে যায়।

= জ্বলন্ত মোম কানের সামনে ধরলে খুব সহজেই কানে জমে থাকা ময়লা দূর করা সম্ভব। এই টোটকা শুধু বিপজ্জনকই নয়; এতে কানের পর্দার ক্ষতিও হতে পারে, এমনকি কর্ণগহ্বরও ক্ষতিগ্রস্ত হয়।

= ত্বকে তাড়াতাড়ি জেল্লা আনতে অনেকেই লেবুর রস ব্যবহার করেন। তবে এতে কোনো সুফল পাওয়া যায় না; বরং কোষ ক্ষতিগ্রস্ত হতে পারে। কারণ লেবুর এসিডের জন্য ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকে না। তাই সরাসরি লেবুর রস ব্যবহার না করে কোনো ফেসপ্যকের সঙ্গে লাগাতে পারেন।

= স্ট্রেচমার্ক দূর করতে কেউ বলেন দই-হলুদ মাখতে, কারো পরামর্শ নারকেল তেল ঘষার। কিন্তু চিকিৎসকদের একাংশের মতে, স্ট্রেচমার্ক দূর করতে ঘরোয়া টোটকা বিশেষ কাজের নয়; বরং কিছু নির্দিষ্ট থেরাপি ও ওষুধ এক্ষেত্রে বিশেষ কার্যকর হতে পারে।

= দাঁতে ব্যথা হলে অনেকে ঘরোয়া টোটকা হিসেবে অ্যালকোহল পানের পরামর্শ দেন। বিশেষজ্ঞদের মতে, এসবে এমন কোনো বৈশিষ্ট্য নেই; যা দ্রুত দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের কাছে যান। এক্ষেত্রে গরম পানিতে লবণ দিয়ে কুলকুচি করতে পারেন। সূত্র: আজকাল।

আজকের প্রত্যাশা/কেএমএএ