ঢাকা ০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

বাংলাদেশে এসিসি সভায় আসতে রাজি নয় ভারত

  • আপডেট সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ২৪ জুলাই ঢাকায় বার্ষিক সাধারণ সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি সভাপতি মহসিন নাকভির আহ্বান করা সভার বিষয়টি এরই মধ্যে সব সদস্য বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্রও। তবে বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা।

ঢাকার বিষয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই সভার ভেন্যু বদলাতে বলেছে। ভারতীয় বোর্ড নিজেদের এই অবস্থান জানিয়েছে এমন এক সময়ে- যার কয়েকদিন আগে ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতের ‘স্পোর্টস তক’ জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আসন্ন এসিসি সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। এর পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে- যদি বৈঠকের বর্তমান স্থান ঢাকা থেকে অন্য কোথাও স্থানান্তর না করা হয়, তাহলে বিসিসিআই পুরো সভা নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিতে পারে।

এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে সেখানে ভ্রমণ করা উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যেন পরবর্তী বৈঠকের ভেন্যু সরিয়ে নেওয়া হয়।’

পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টসের খবরে বলা হয়, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি জানিয়েছে। তবে কোনো সদস্য বোর্ড যদি সভায় সশরীর যোগ না দেয়, তাহলে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এসিসির একটি সূত্র, ‘বিশ্বজুড়ে এখন অনলাইন বৈঠক হয়ে থাকে। এসিসি এবং আইসিসিও অতীতে অনেকবার এ ধরনের বৈঠক করেছে।’

এসিসির এজিএমের সময়ে ঢাকায় চলবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এবারের এসিসি সভায় সামনের এশিয়া কাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা।

সূচি অনুসারে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। তবে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম আলোচনায় আছে। ৫ থেকে ২১ সেপ্টেম্বর সময় ধরে একটি প্রাথমিক সূচিও করা হয়েছে, যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। তবে বিসিসিআই ঢাকার বৈঠক নিয়ে আপত্তি জানানোয় নতুন কোনো জটিলতা দেখা দেয় কি না, দেখার বিষয়।

এসিসি সভার ভেন্যু হিসেবে ঢাকাকে নিয়ে আপত্তি জানানোর আগে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে বিসিসিআই। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল রোহিত শর্মা–সূর্যকুমার যাদবদের। তবে ভারত সরকারের ‘সায় না থাকায়’ তা স্থগিত করে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, যা দুই বোর্ড মিলে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করেছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে এসিসি সভায় আসতে রাজি নয় ভারত

আপডেট সময় : ০৮:৪৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

ক্রীড়া ডেস্ক: ২৪ জুলাই ঢাকায় বার্ষিক সাধারণ সভা ডেকেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। এসিসি সভাপতি মহসিন নাকভির আহ্বান করা সভার বিষয়টি এরই মধ্যে সব সদস্য বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্রও। তবে বাংলাদেশে এসে এসিসি সভায় যোগ দিতে রাজি নন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্মকর্তারা।

ঢাকার বিষয়ে আপত্তি জানিয়ে বিসিসিআই সভার ভেন্যু বদলাতে বলেছে। ভারতীয় বোর্ড নিজেদের এই অবস্থান জানিয়েছে এমন এক সময়ে- যার কয়েকদিন আগে ভারত ক্রিকেট দলের আসন্ন বাংলাদেশ সফরও এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

ভারতের ‘স্পোর্টস তক’ জানিয়েছে, বিসিসিআই আনুষ্ঠানিকভাবে আসন্ন এসিসি সভার ভেন্যু পরিবর্তনের অনুরোধ জানিয়েছে। এর পাশাপাশি ইঙ্গিত দেওয়া হয়েছে- যদি বৈঠকের বর্তমান স্থান ঢাকা থেকে অন্য কোথাও স্থানান্তর না করা হয়, তাহলে বিসিসিআই পুরো সভা নিজেদের অংশগ্রহণ প্রত্যাহার করে নিতে পারে।

এ বিষয়ে বিসিসিআইয়ের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এবং রাজনৈতিক অস্থিরতা চলছে, সেই প্রেক্ষাপটে সেখানে ভ্রমণ করা উপযুক্ত নয়। আমরা আনুষ্ঠানিকভাবে এসিসিকে জানিয়ে দিয়েছি যেন পরবর্তী বৈঠকের ভেন্যু সরিয়ে নেওয়া হয়।’

পাকিস্তানি সংবাদমাধ্যম এ স্পোর্টসের খবরে বলা হয়, ভারতের পাশাপাশি শ্রীলঙ্কা ক্রিকেটও (এসএলসি) ঢাকায় এসিসি সভা নিয়ে আপত্তি জানিয়েছে। তবে কোনো সদস্য বোর্ড যদি সভায় সশরীর যোগ না দেয়, তাহলে বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে এসিসির একটি সূত্র, ‘বিশ্বজুড়ে এখন অনলাইন বৈঠক হয়ে থাকে। এসিসি এবং আইসিসিও অতীতে অনেকবার এ ধরনের বৈঠক করেছে।’

এসিসির এজিএমের সময়ে ঢাকায় চলবে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ২০, ২২ ও ২৪ জুলাই। সব ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। এবারের এসিসি সভায় সামনের এশিয়া কাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা।

সূচি অনুসারে সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা ভারতে। তবে বিকল্প ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম আলোচনায় আছে। ৫ থেকে ২১ সেপ্টেম্বর সময় ধরে একটি প্রাথমিক সূচিও করা হয়েছে, যা চূড়ান্ত হওয়ার অপেক্ষায়। তবে বিসিসিআই ঢাকার বৈঠক নিয়ে আপত্তি জানানোয় নতুন কোনো জটিলতা দেখা দেয় কি না, দেখার বিষয়।

এসিসি সভার ভেন্যু হিসেবে ঢাকাকে নিয়ে আপত্তি জানানোর আগে ভারত ক্রিকেট দলের বাংলাদেশ সফর পিছিয়ে দিয়েছে বিসিসিআই। আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি–টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল রোহিত শর্মা–সূর্যকুমার যাদবদের। তবে ভারত সরকারের ‘সায় না থাকায়’ তা স্থগিত করে এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে, যা দুই বোর্ড মিলে ২০২৬ সালের সেপ্টেম্বরের জন্য নির্ধারণ করেছে।

আজকের প্রত্যাশা/কেএমএএ