ঢাকা ১২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫

ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা ও ৮ লাখ টাকা হাতিয়ে নেন শোয়াইব

  • আপডেট সময় : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে সিআইডি -ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (৭ জুলাই) রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করে সংরক্ষণ করেন। পরে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তিনি আরো বলেন, একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ৮ লাখ টাকা আদায় করেন। এরপর আরো অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শোয়াইব ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভিকটিম গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা করেন। এরপর গতকাল মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ইইউ ও মেক্সিকোর ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

ব্ল্যাকমেইল করে অনৈতিক সুবিধা ও ৮ লাখ টাকা হাতিয়ে নেন শোয়াইব

আপডেট সময় : ০৮:২৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্পর্ক গড়ে ব্ল্যাকমেইলের মাধ্যমে শারীরিক সম্পর্ক স্থাপন ও অর্থ আদায়ের অভিযোগে মো. শোয়াইব (৪১) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
মঙ্গলবার (৮ জুলাই) সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার (৭ জুলাই) রাজধানীর মালিবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে পরে ইমো অ্যাপে তাদের মধ্যে নিয়মিত কথাবার্তা চলতে থাকে। কথোপকথনের একপর্যায়ে অভিযুক্ত ভিডিও কলের মাধ্যমে ভিকটিমের ঘনিষ্ঠ মুহূর্ত রেকর্ড করে সংরক্ষণ করেন। পরে এসব ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমের সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। তিনি আরো বলেন, একইসঙ্গে ভিকটিমকে ব্ল্যাকমেইল করে ৮ লাখ টাকা আদায় করেন। এরপর আরো অর্থ দাবি করলে এবং ভিকটিম তা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্ত শোয়াইব ইমো অ্যাপে ভিকটিমের ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেন। ঘটনার পর ভিকটিম গত ২৬ জুন রামপুরা থানায় একটি মামলা করেন। এরপর গতকাল মালিবাগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।