ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫

কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় ছয়জন গ্রেফতার

  • আপডেট সময় : ০৯:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৫ জুলাই) দুপুরে র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মুত্তাজুল ইসলাম বলেন, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাননি র‌্যাবের এই কর্মকর্তা।

শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে ৬৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের মেয়ে রিক্তা আক্তার। এর আগে এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। ওই সময় হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রিপল মার্ডার মামলায় ছয়জন গ্রেফতার

আপডেট সময় : ০৯:২১:৫৩ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়িতে মা, ছেলে ও মেয়েকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৫ জুলাই) দুপুরে র‌্যাব সদর দপ্তরের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মুত্তাজুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

মুত্তাজুল ইসলাম বলেন, কুমিল্লার মুরাদনগরের চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে। তবে প্রাথমিকভাবে গ্রেফতারদের নাম-পরিচয় জানাননি র‌্যাবের এই কর্মকর্তা।

শুক্রবার (৪ জুলাই) দিনগত রাতে ৬৩ জনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের মেয়ে রিক্তা আক্তার। এর আগে এ ঘটনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন কড়ইবাড়ি গ্রামের বাসিন্দা মো. সবির আহমেদ (৪৮) ও মো. নাজিমউদ্দীন বাবুল (৫৬)।

গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে এলাকাবাসী একটি মোবাইল ফোন চুরি ও মাদক ‘ব্যবসার’ অভিযোগ তুলে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করে। নিহতদের মধ্যে রয়েছেন কড়ইবাড়ি গ্রামের খলিলুর রহমানের স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৮), তার ছেলে রাসেল মিয়া (৩৫) এবং মেয়ে জোনাকি আক্তার (৩২)। ওই সময় হামলায় আহত হন রুবির আরেক মেয়ে রুমা আক্তার (২৫)। তিনি বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন।

আজকের প্রত্যাশা/কেএমএএ