প্রযুক্তি ডেস্ক: মেটায় নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুপারইন্টেলিজেন্স ল্যাব গঠনের ঘোষণা দিয়েছেন মার্ক জাকারবার্গ। এ বিভাগের কাজ হবে মানুষের বুদ্ধিমত্তা বা সক্ষমতাকে ছাড়িয়ে যায় এমন সুপারহিউম্যান এআই বানানো।
সুপারইন্টেলিজেন্স ল্যাব চালুর খবরটি এমন সময়ে এল যখন নিজেদের সব প্লাটফর্মে এআই ফিচার আনতে বড়সড় উদ্যোগ নিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি, এসব প্লাটফর্মের মধ্যে রয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ। নতুন এ ল্যাবটির নেতৃত্ব দিচ্ছেন মেটার প্রধান এআই অফিসার আলেকজান্ডার ওয়াং। তার ‘স্কেলএআই’ নামের এআই স্টার্টআপে মেটা একশ ৪৩ কোটি ডলার বিনিয়োগের পর ল্যাবটিতে যোগ দিয়েছেন তিনি।
চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ গবেষককে ‘ভাগিয়ে’ মেটায় আনার ফলে ফেসবুকের মূল কোম্পানির নতুন এ উদ্যোগ নিয়ে এরইমধ্যে বিতর্ক তৈরি হয়েছে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।
এর আগে, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, চ্যাটজিপিটির কর্মীদের নিজের কোম্পানিতে আনতে ১০ কোটি ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছিলেন জাকারবার্গ, যাদের অনেকেই মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দিয়েছেন। এ ল্যাবে যোগ দেওয়া সাবেক ওপেনএআই কর্মীদের মধ্যে রয়েছেন শুচাও বি, হুইওয়েন চ্যাং, জি লিন, হংইউ রেন, জিয়াহুই ইউ ও শেংজিয়া ঝাও। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুগল ও অ্যানথ্রপিকের সাবেক গবেষকরাও।
সোমবার (৩০ জুন) কর্মীদের কাছে পাঠানো এক মেমোতে মেটা প্রধান বলেছেন, মেটার বিভিন্ন অ্যাপ বা পরিষেবা ব্যবহারকারী কোটি কোটি মানুষের জন্য উন্নত এক ‘ব্যক্তিগত সুপারইন্টেলিজেন্স’ বানাতে সাহায্য করবেন সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দেওয়া স্মার্ট ও দক্ষ এসব মানুষ। এআই অগ্রগতির গতি যত বাড়ছে সুপারইন্টেলিজেন্স তৈরির বিষয়টি ততই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি, মানুষের জন্য নতুন যুগের সূচনা করবে আমাদের নতুন এ এআই ল্যাব এবং মেটাকে এ পথের নেতৃত্ব দেওয়ার জন্য আমি পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। দ্রুত বাড়তে থাকা এআই চশমা ও পরিধেয় প্রযুক্তির ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছি আমরা। এক্ষেত্রে আমাদের অনেক বেশি দৃঢ়তা ও সাহস নিয়ে এগিয়ে যেতে সাহায্য করছে আমাদের কোম্পানির কাঠামো।
মেমোতে কর্মীদের উদ্দেশ্যে জাকারবার্গ আরো বলেছেন, আগামী ‘এক বছর বা তার একটু বেশি সময়ের’ মধ্যে সুপারইন্টেলিজেন্স তৈরির ‘দ্বারপ্রান্তে পৌঁছাবে’ মেটা।
ইন্ডিপেনডেন্ট লিখেছে, জাকারবার্গের এমন মন্তব্য ওপেনআইয়ের সিইও অল্টম্যানের ভবিষ্যদ্বাণীর সঙ্গে মেলে। কারণ, একই রকম সময়ে সুপারইন্টেলিজেন্স আসবে বলে ধারণা দিয়েছিলেন অল্টম্যান। ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপে আরো ভালোমানের এআই সেবা দিতে এ নতুন ল্যাবে মেটার তৈরি নিজস্ব এআই মডেল লামা’কে আরো শক্তিশালী ও কার্যকরের চেষ্টা করবে কোম্পানিটি।