ঢাকা ০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

  • আপডেট সময় : ০৯:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেলিফোনে আলাপ করেছেন, যাতে উভয় দেশের দারুণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন থাকার কথা বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ১৫ মিনিট ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে তুলে ধরা হয়।

এতে বলা হয়, তাদের আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যের দারুণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। টেলিফোনে দুই নেতার মধ্যে সংলাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তাদের টেলিফোন কথোপকথনে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কাজ করার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা সম্পূরক শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে গত শনিবার আলোচনা অব্যাহত থাকার কথা বলেছিল প্রধান উপদেষ্টার দপ্তর।

ওয়াশিংটনে বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার তথ্যও দেয় প্রধান উপদেষ্টার দপ্তর। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি। সেই আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপের খবর দিল প্রধান উপদেষ্টার দপ্তর।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এলপি গ্যাসের দাম বাড়লো

ইউনূস-রুবিও ফোনালাপ, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বাড়াতে জোর

আপডেট সময় : ০৯:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫

প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সঙ্গে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস টেলিফোনে আলাপ করেছেন, যাতে উভয় দেশের দারুণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন থাকার কথা বলেছে প্রধান উপদেষ্টার দপ্তর।

সোমবার (৩০ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় তারা ১৫ মিনিট ধরে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে তুলে ধরা হয়।

এতে বলা হয়, তাদের আলোচনা ছিল আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যের দারুণ দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন। টেলিফোনে দুই নেতার মধ্যে সংলাপের বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, তাদের টেলিফোন কথোপকথনে উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ক এগিয়ে নেওয়ার পাশাপাশি ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে কাজ করার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।

বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের আরোপ করা সম্পূরক শুল্কের বিষয়ে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতা চূড়ান্ত করতে গত শনিবার আলোচনা অব্যাহত থাকার কথা বলেছিল প্রধান উপদেষ্টার দপ্তর।

ওয়াশিংটনে বৃহস্পতিবার এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার তথ্যও দেয় প্রধান উপদেষ্টার দপ্তর। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির সহকারী বাণিজ্য প্রতিনিধি। সেই আলোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে আলাপের খবর দিল প্রধান উপদেষ্টার দপ্তর।