ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫

বৈঠক চেয়ে ইরানকে চিঠি দিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা

  • আপডেট সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি

প্রত্যাশা ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক করতে চায় জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি’র কাছে এ ইস্যুতে চিঠিও দিয়েছেন আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি।

মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন গ্রসি নিজে। এক্সপোস্টে তিনি বলেন, ইরান যদি আইএইএ’র সঙ্গে সহযোগিতা ফের শুরু করে, তাহলে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে- তার সমাধান কূটনৈতিক পন্থায় করা সম্ভব হবে।

সোমবার (২৩ জুন) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার এক্সে এই বার্তা পোস্ট করেন গ্রসি। আইএইএ-এর শীর্ষ নির্বাহীর চিঠি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সৈয়দ আরাগচি; তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।

প্রসঙ্গত, ১৯৭০ সালে আইইএ’র সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী শাসনক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন। আইএইএ-এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে।
প্রসঙ্গত, গত ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানিয়েছিল- ইরান যে ধরনের বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব। এর পর ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সংস্থার বিবৃতিকেই হামলার কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই এ হামলা শুরু হয়েছে। গত ১৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক ব্রিফিংয়ে বলেছিলেন, ইরানে ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ। সূত্র: টাইমস অব ইসরায়েল

 

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এআই দিয়ে ‘আহত হাতের’ ছবি বানিয়ে অফিস থেকে ছুটি নিলেন কর্মী

বৈঠক চেয়ে ইরানকে চিঠি দিয়েছে জাতিসংঘের পরমাণু সংস্থা

আপডেট সময় : ০৫:১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে বৈঠক করতে চায় জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ)। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি’র কাছে এ ইস্যুতে চিঠিও দিয়েছেন আইএইএ-এর মহাপরিচালক রাফায়েল গ্রসি।

মঙ্গলবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন গ্রসি নিজে। এক্সপোস্টে তিনি বলেন, ইরান যদি আইএইএ’র সঙ্গে সহযোগিতা ফের শুরু করে, তাহলে তেহরানের পরমাণু প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক চলছে- তার সমাধান কূটনৈতিক পন্থায় করা সম্ভব হবে।

সোমবার (২৩ জুন) মধ্যরাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইসরায়েলে যুদ্ধবিরতি ঘোষণা করার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার এক্সে এই বার্তা পোস্ট করেন গ্রসি। আইএইএ-এর শীর্ষ নির্বাহীর চিঠি নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি সৈয়দ আরাগচি; তবে ইরান বরাবরই দাবি করে আসছে যে, তাদের পরমাণু প্রকল্প শান্তিপূর্ণ এবং পরমাণু অস্ত্র তৈরির কোনো পরিকল্পনা তাদের নেই।

প্রসঙ্গত, ১৯৭০ সালে আইইএ’র সঙ্গে এনপিটি চুক্তি করেছিল ইরান। সে সময় অবশ্য বর্তমান ইসলাপন্থি শাসকগোষ্ঠী শাসনক্ষমতায় ছিল না। ইরানের সর্বশেষ রাজা বা শাহ রেজা পাহালভী তখন ইরানের রাষ্ট্র ও সরকারপ্রধান ছিলেন। আইএইএ-এর সঙ্গে এএনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ইরান প্রতিশ্রুতি দিয়েছিল যে দেশটি কখনও পরমাণু অস্ত্র তৈরি বিষয়ক প্রকল্প গ্রহণ করবে না এবং আইএইএ-কে সহযোগিতা করবে।
প্রসঙ্গত, গত ৬ জুন আইএইএ এক বিবৃতিতে জানিয়েছিল- ইরান যে ধরনের বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত করছে, তা দিয়ে অনায়াসেই পরমাণু বোমা বানানো সম্ভব। এর পর ১৩ জুন ইরানে বিমান অভিযান শুরু করে ইসরায়েল। সেই অভিযান শুরুর কিছুক্ষণ পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের সংস্থার বিবৃতিকেই হামলার কারণ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতেই এ হামলা শুরু হয়েছে। গত ১৬ জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক ব্রিফিংয়ে বলেছিলেন, ইরানে ইসরায়েলি হামলার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে আইএইএ। সূত্র: টাইমস অব ইসরায়েল