ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে: প্রেস সচিব

  • আপডেট সময় : ০৯:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

প্রেস সচিব শফিকুল আলম -ছবি সংগৃহীত

প্রত্যাশা ডেস্ক: পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এবারের যুক্তরাজ্য সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

গত বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এর একটা অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাই এবারের যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেওয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধার।’

তিনি বলেন, এ বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন। এর উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করার ঘটনা উল্লেখ করেন। প্রেস সচিব আরো বলেন, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা সেটি করছি, যাতে এই টাকা দেশে ফিরিয়ে এনে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়। শফিকুল আলম জানান, আজ সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস একান্তে বৈঠক করেছেন। সেখানে তারা বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচন এবং বর্তমান সময়ের সামগ্রিক পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় নেতার মধ্যে অনুষ্ঠিতব্য এ বৈঠকের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অনেক বছর পর সত্যিকারের গণতান্ত্রিক ভোট হবে: প্রধান উপদেষ্টা

পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার যুক্তরাজ্য সফরে সবচেয়ে গুরুত্ব পাচ্ছে: প্রেস সচিব

আপডেট সময় : ০৯:০২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

প্রত্যাশা ডেস্ক: পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের বিষয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এবারের যুক্তরাজ্য সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

গত বৃহস্পতিবার (১২ জুন) লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে পাচার হয়ে গেছে। এর একটা অংশ যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। তাই এবারের যুক্তরাজ্য সফরে বড় ফোকাস দেওয়া হচ্ছে সম্পদ পুনরুদ্ধার।’

তিনি বলেন, এ বিষয়ে ব্রিটিশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা বাংলাদেশকে যথেষ্ট সহযোগিতা করছেন। এর উদাহরণ হিসেবে তিনি শেখ হাসিনা সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সম্পদ জব্দ করার ঘটনা উল্লেখ করেন। প্রেস সচিব আরো বলেন, পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধার করা সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। আমরা সেটি করছি, যাতে এই টাকা দেশে ফিরিয়ে এনে মানুষের কল্যাণে কাজে লাগানো যায়। শফিকুল আলম জানান, আজ সকালে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস একান্তে বৈঠক করেছেন। সেখানে তারা বাংলাদেশের সংস্কার কার্যক্রম এবং গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়া নিয়ে আলোচনা করেন। এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আগামী বছরের এপ্রিলে জাতীয় নির্বাচন এবং বর্তমান সময়ের সামগ্রিক পরিস্থিতিতে অধ্যাপক ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠেয় বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। উভয় নেতার মধ্যে অনুষ্ঠিতব্য এ বৈঠকের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।