ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫

২১ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বক্করের

  • আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন মো. আবু বক্কর (৪২)। সাজা হওয়ার পর প্রায় ২১ বছর গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু র‌্যাব তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ফটিকছড়ির কর্ণফুলী চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি আবু বক্করের বাড়ি ফটিকছড়ির লেলাং ঠিকাদার বাড়ি এলাকায়। তার বাবার নাম সোলায়মান।
র‌্যাব জানায়, ২০০৪ সালের জুলাইয়ে ফটিকছড়ি থানায় করা একটি গণধর্ষণ মামলায় আদালত আবু বক্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-পরিচয় নিশ্চিত করেন এবং মামলার বিষয়টি স্বীকার করেন। চট্টগ্রাম র‌্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারের পর তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

রাজধানীতে হালকা বৃষ্টির সম্ভাবনা, কমবে গরম

২১ বছর পালিয়ে থেকেও রক্ষা হলো না যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বক্করের

আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়েছিলেন মো. আবু বক্কর (৪২)। সাজা হওয়ার পর প্রায় ২১ বছর গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন তিনি। কিন্তু র‌্যাব তাকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে ফটিকছড়ির কর্ণফুলী চা বাগান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি আবু বক্করের বাড়ি ফটিকছড়ির লেলাং ঠিকাদার বাড়ি এলাকায়। তার বাবার নাম সোলায়মান।
র‌্যাব জানায়, ২০০৪ সালের জুলাইয়ে ফটিকছড়ি থানায় করা একটি গণধর্ষণ মামলায় আদালত আবু বক্করকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা করেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের নাম-পরিচয় নিশ্চিত করেন এবং মামলার বিষয়টি স্বীকার করেন। চট্টগ্রাম র‌্যাবে কর্মরত সহকারী পুলিশ সুপার এ.আর.এম. মোজাফ্ফর হোসেন বলেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারের পর তাকে ফটিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।