নিজস্ব প্রতিবেদক: ঢাকার মিরপুর-১০ নম্বরে ফায়ার সার্ভিস স্টেশনের পেছনের গলিতে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে নগদ টাকা ও বিদেশি মুদ্রা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম মাহমুদুল ইসলাম। মিরপুর-১০ নম্বরে তাঁর মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে।
মঙ্গলবার (২৭ মে) সকাল ১০টার দিকে জাতীয় সুইমিং কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশের মিরপুর জোনের সহকারী কমিশনার মিজানুর রহমান জানান, কোমরের বাঁ পাশে গুলিবিদ্ধ হওয়া মাহমুদুল ইসলাম শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ৫৫ বছর বয়সী এই ব্যবসায়ী এখন শঙ্কামুক্ত।
ঘটনার বর্ণনায় এই পুলিশ কর্মকর্তা বলেন, মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কমপ্লেক্সের পেছনে একটি বাসায় থাকেন ব্যবসায়ী মাহমুদুল। সেখান থেকে টাকা ও বিদেশি মুদ্রাসহ তিনটি ব্যাগ নিয়ে তিনি ও তার শ্যালক হেঁটে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। সহকারী কমিশনার মিজান বলেন, তারা সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি পৌঁছালে বাইকে আসা সন্ত্রাসীরা এক রাউন্ড গুলি করে ব্যাগগুলো ছিনিয়ে নিয়ে যায়। ব্যবসায়ীকে লক্ষ্য করেই গুলি ছোড়েন তাঁরা।
পুলিশ কর্মকর্তা বলেন, ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। ঘটনার পর তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন স্বজনেরা। সেখানে চিকিৎসকেরা পরীক্ষা করে জানিয়েছেন, তাঁর শরীর থেকে গুলি বেরিয়ে গেছে। তিনি বিপদমুক্ত।
ব্যবসায়ী মাহমুদুল প্রায় ২২ লাখ টাকা ছিনতাই হওয়ার কথা পুলিশকে বলেছেন। বাইকে আসা হামলাকারী কতজন ছিল, এ প্রশ্নের উত্তরে পুলিশ কর্মকর্তা মিজানুর বলেন, এখানে বাইকে কয়েকজন ছিল, আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তাদেরকে শনাক্ত করতে কাজ করছি। এ ঘটনার একটি ভিডিওতে দুই অস্ত্রধারীকে দেখা গেছে, যাদের মধ্যে একজন একটি গুলি করেন। সঙ্গে সঙ্গে ওই ব্যবসায়ী সড়কে পড়ে যান। তখন একজন অস্ত্রধারী একটি বাইকে উঠে পড়ে, বাইকে আরো দুইজন ছিল। পাশে আরেকজন অস্ত্রধারীকে সামনে এগিয়ে যেতে দেখা গেছে।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীর পায়ে গুলি লেগেছে বলে স্বজনেরা জানিয়েছেন। তিনি আরো বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।