প্রত্যাশা ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর ‘খুশি নন’। ইউক্রেনের ওপর রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে বড় আকাশ হামলার পর এমন মন্তব্য করলেন তিনি। গত রোববার দিবাগত (২৬ মে) রাতে নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পুতিনকে ‘উন্মাদ’ বলে অভিহিত করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্প বলেন, ‘তার কী হয়েছে? তিনি অনেক মানুষ হত্যা করছেন।’ পুতিন সম্পর্কে ট্রাম্প বলেন, ‘আমি তাকে অনেকদিন ধরে চিনি, সব সময় তার সঙ্গে ভালো সম্পর্ক ছিল। কিন্তু এখন সে শহরে রকেট ছুড়ছে এবং মানুষ হত্যা করছে, এটা আমার একদম পছন্দ নয়।’
এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল পোস্টে লেখেন, পুতিন ‘সম্পূর্ণ উন্মাদ হয়ে গেছেন’। ট্রাম্প আরো বলেন, ‘আমি সব সময়ই বলেছি, সে পুরো ইউক্রেন চায়, কেবল একটা অংশ নয় এবং হয়তো সেটাই প্রমাণিত হচ্ছে, কিন্তু যদি সে সেটা করে, তাহলে সেটি রাশিয়ার পতনের কারণ হবে!’ এর আগে সাম্প্রতিক রুশ হামলা নিয়ে ওয়াশিংটনের ‘নীরবতা’ পুতিনকে উৎসাহিত করছে বলে মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি মস্কোর ওপর ‘জোরালো চাপ’ বা আরো কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানান।
এমন কথা বলায় জেলেনস্কিকে নিয়েও কঠোর মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, ‘তিনি যেভাবে কথা বলছেন, তাতে তিনি নিজের দেশের কোনো উপকার করছেন না।’
জেলেনস্কি সম্পর্কে ট্রাম্প আরো বলেন, ‘তার মুখ থেকে যা কিছু বের হয়, তা সমস্যার কারণ হয়। আমি এটা পছন্দ করি না এবং এটা বন্ধ হওয়া উচিত।’
গত রোববার দিবাগত (২৬ মে) রাতভর রাশিয়া ইউক্রেনের ওপর ৩৬৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়। ২০২২ সালে পূর্ণমাত্রার আক্রমণ শুরুর পর এক রাতে সবচেয়ে বড় হামলা এটি। সোমবার ভোরে ইউক্রেনের বহু অঞ্চলে আবারো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে।





















